দেবব্রত দাশ
‘স্কোয়ার লেগ’-এর
লোপ্পা ক্যাচ
ফসকে
গিয়ে
প্যালা,
বিরাট
বপু আম্পায়ারের
মারল
গায়ে ঠ্যালা।
পরক্ষণেই
অবাক
সবাই
প্যালার
কোলে
আম্পায়ার!
মাটিতে
বল
নেই তো পড়ে
গেল
নাকি
মাঠের
বা’র!
আসলে
তাঁর
ঝুল-পকেটে
বল
ঢুকেছে ছুঁয়ে ব্যাট,
তাই তো প্যালা দারুণ জোরে
উঠল
বলে, “হাউ’জ দ্যাট!!”
_____
ছবিঃ নচিকেতা মাহাত
No comments:
Post a Comment