কেমন আছ সবাই?
এই তো গরম পড়তে শুরু করেছে। কেমন কাটছে তোমাদের গরমের ছুটি?
জানি কেউ কেউ বলবে একদম ছুটি নেই। শুধু কাজ আর কাজ। সে তো জানি বাপু। শুধু কাজ করে করে কীরকম গোমড়াথেরিয়ামটি হয়ে গেছ। তাই তো ভাবলাম তোমাদের জন্য এবারে স্রেফ মজা, শুধু হৈ চৈ, আর খিলখিল হাসি।
আচ্ছা হাসি কত রকমের হয় কখনও ভেবে দেখেছ? আমি আবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমের হাসি প্র্যাকটিস করি মাঝে মাঝে। মিচকে হাসি, ছিঁচকে হাসি, পেটুক হাসি, ডাকাত হাসি, শেয়াল হাসি, বেড়াল হাসি, শাঁকচুন্নির হাসি, হা হা হি হি, হো হো, খ্যাক খ্যাক, খিক খিক... কত্ত রকমের হাসি। হাসলেই মন ভালো হয়ে যায়। আমার আবার চরম বদ অভ্যেস হল সিরিয়াস সিচুয়েশনে ফিক করে হেসে ফেলি। ধরো বড়ো জেঠু সেবার বন্যার মধ্যে লেপ ঘাড়ে নিয়ে রাস্তায় জল পার হতে গিয়ে জলের মধ্যে উলটে গেল। ব্যস! আমার হাসি আটকায় কে? তারপর যা মোক্ষম কানমলা খেয়েছি। কী বলব আর!
ম্যাজিক ল্যাম্পে এবারে রয়েছে দেদার, দুরন্ত, ছটফটে, মজার গল্প, ছড়া, প্রবন্ধ, কমিকস, ভ্রমণ... আর রয়েছে দু’দুটো স্পেশাল সাক্ষাৎকার। চুমকি চট্টোপাধ্যায় এবং রূপা মজুমদার কথা বললেন আমাদের সবার প্রিয় দুটি পত্রিকা কিশোর ভারতী ও শুকতারা নিয়ে।
এই সংখ্যায় থাকছে দুটো সুন্দর গল্পপাঠ। আর ছোটোদের নিজস্ব ছবি আঁকার বিভাগ ম্যাজিক পেনসিল।
এই সংখ্যার জন্য মজার প্রচ্ছদ এঁকেছেন নচিকেতা মাহাত, এবং অলংকরণ করেছেন সুমিত রায়, রুমেলা দাস, নচিকেতা, পার্থ মুখার্জী, সুজাতা চ্যাটার্জী, দীপিকা মজুমদার, সপ্তর্ষি চ্যাটার্জী, পুষ্পেন মন্ডল ও মৈনাক দাশ।
বিজ্ঞান বিভাগ সুন্দর করে সাজিয়েছেন শ্রী অমিতাভ প্রামাণিক।
ম্যাজিক ল্যাম্পের গল্পগুলো এডিট করতে সাহায্য করেছেন সহেলী চট্টোপাধ্যায়। আর ম্যাজিক ল্যাম্পকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক।
তাহলে আর কী, পড়তে শুরু করে দাও আমাদের হা হা হি হি সংখ্যা আর কেমন লাগল জানাতে ভুলো না।
ভালোবাসা নিও
ইতি,
জিনি
No comments:
Post a Comment