মগজাস্ত্র:: এপ্রিল ২০১৮


মগজাস্ত্র
অনন্যা দাশ ও সহেলী চট্টোপাধ্যায়

ম্যাজিক ল্যাম্পের দৈত্য এইবার কিছু প্রশ্ন করবে তোমাদের।

১। ‘ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই তো নাই। মন্দের ভালোই সত্যিকারের ভালো। তাই নিয়েই খুশি থাকতে হয়’ - এই উক্তি কোন বিখ্যাত রম্যরচনাকারের?
২। পটলা, হোঁৎকা, ফটিক এই চরিত্রগুলো আমরা কোন লেখকের রচনায় পাই?
৩। আশুতোষ মুখোপাধ্যায় রচিত মজার চরিত্রটির নাম কী?
৪। টেনিদার হাইট কত ছিল?
৫। বীরবলের আসল নাম কী ছিল?

    

৬। কোন রাজার সভা অলঙ্কৃত করেছিলেন হাস্যরসিক এবং কবি তেনালিরামণ?
৭। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কী লুকিয়ে রাখত?
৮। লাউ চিংড়ি খাবারের সঙ্গে বাংলার কোন হাস্য রসিকের নাম জড়িয়ে আছে?

    

৯। মজার চরিত্র অবিনাশ বাবুকে আমরা কোন লেখকের রচনায় পাই?
১০। দুটি মিষ্টি মেয়ে মুটকি আর শুঁটকি। এদের কাণ্ডকারখানা নিয়ে মজার কমিকস হয়েছে অনেক। তোমরা কি বলতে পারবে রচয়িতার নাম?

  

উত্তর
১। হাসির রাজা শিবরাম চক্রবর্তী।
শক্তিপদ রাজগুরু।
৩। পিণ্ডিদা।
৪। ৬ ফুট ২ ইঞ্চি।
৫। মহেশ দাস।
৬। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়।
৭। আমসত্ত্ব ভাজা।
৮। গোপাল ভাঁড়।
৯। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু’র কিছু গল্পে।
১০। নারায়ণ দেবনাথ।
_____
ছবি - আন্তর্জাল

1 comment:

  1. ৫ নং উত্তরটা জানতাম না।
    বীরবলের আসল নাম শুনলে মনে হয় এক্কেবারে ঘরের ছেলে।

    ReplyDelete