মুখোমুখি (ভিডিও) :: এপ্রিল ২০১৮ :: চুমকি চট্টোপাধ্যায় ও রূপা মজুমদার

মুখোমুখি (ভিডিও)

ম্যাজিক ল্যাম্প পত্রিকার তরফ থেকে ভিডিও ক্যামেরা নিয়ে এবার আমরা মুখোমুখি হয়েছিলাম বাংলা শিশুকিশোর সাহিত্যের এই সময়ের দু'জন অভিভাবকস্থানীয় এবং জনপ্রিয় ব্যক্তিত্বের। একজন কিশোর ভারতী পত্রিকার সহ-সম্পাদিকা এবং লেখিকা শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়, অন্যজন শুকতারা এবং নবকল্লোল পত্রিকার সম্পাদিকা শ্রীমতী রূপা মজুমদার। দু'জনেই আমাদের খুব কাছের মানুষ, ম্যাজিক ল্যাম্পের চলার পথে দু'জনেই নিরন্তর উৎসাহ জুগিয়ে চলেছেন আমাদের। এখানে তুলে দেওয়া হল সেই আকর্ষণীয় আলাপচারিতা।

নিচের ভিডিও-তে ক্লিক করলেই দেখা যাবে সেই সাক্ষাৎকার।
সাক্ষাৎকার নিয়েছেন শ্রী সৌম্যকান্তি দত্ত
ক্যামেরায় সৌরদীপ বন্দ্যোপাধ্যায়

মুখোমুখি চুমকি চট্টোপাধ্যায় এবং রূপা মজুমদার


_____

2 comments: