ছড়া-কবিতা:: কবির লড়াই - অমিতাভ প্রামাণিক


কবির লড়াই
অমিতাভ প্রামাণিক

ভাইটি আমার, কাব্যবাগীশ,
মুখটা কেন শুষ্ক রে?
সেদিন অমন ল্যাজটি তুলে
পালিয়ে গেলি হুশ করে!
বলছিলি তুই, বেঞ্চি যেমন,
টেবিল এবং ডেস্কও তাই!
এমন জ্ঞান তো আর শুনিনি,
তাই ভাবি এর দেশ কোথায়!
সে প্রশ্নটাই করব বলে
গেলাম পাড়ার ইস্কুলে
মাস্টারে কয়, এই নামে তো
ছাত্তরই নাই বিশ কুলে।
শুধাই আমি, তবে গাঁয়
আছে আরও বিদ্যালয়?
বলেন তিনি, দুইটা আছে,
একটা কেবল বৃদ্ধা লয়।
অন্যটাতে যাইয়া জিগান,
তবে সেটার মাস্টারও
নড়বড়ে খুব, আর যে ভবন
লজঝড়ে খুব বাঁশ তারও।
অমন স্কুলে পড়লে এমন
জ্ঞান যে হবে টসটসে,
তা তো জানাই। ভুলের মাশুল
গোনার পাবে কষ্ট সে?
আমরা খুঁজি শব্দ ছেনে
বিদ্যে এবং বৃদ্ধে মিল,
বিদ্যালয়ে ছাত্র খোঁজে
বিদ্যা তো নয়, মিড ডে মিল।
তুই বাছা তাও আসল রেখে
খাচ্ছিস বেশ সুদ ধীরে,
বেঞ্চি টেবিল ডেস্কও চিনিস
তোর তো ব্যাপক বুদ্ধি রে!
বল তো দেখি আমরা কেন
কামরা ছেড়ে আমড়াতে
মন বসাতে চেষ্টা করি,
চাই সেটাকেই কামড়াতে?
জ্যোছনারাতে সবাই যখন
চচ্চড়ি খায় ফুলবনে,
ভুলোর পিসি তখন কেন
কুলোয় বসে উল বোনে?
চারটে মাথা ব্রহ্মারই স্রেফ,
দেবকুলে সেই ঘ্যাম নেতা।
সবার তবু ফোরহেড আছে,
বল দেখি তুই ক্যামনে তা?
গুগুল টুগুল সব ঘেঁটে নে,
নোস বাছা তুই যন্ত্র তো
জবাবগুলো গুছিয়ে লিখিস,
ট্রাই তো করিস অন্তত
_____
অলংকরণঃ নচিকেতা মাহাত

2 comments:

  1. অন্ত্যমিলগুলোই দুর্ধর্ষ!

    ReplyDelete