কেমন আছ সবাই? এবার খুব কনকনে শীত পড়েছে শুনলাম কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়। ফুটপাথে যারা থাকে তাদের কত কষ্ট ভাব তো একবার। লেপ, কম্বল, গরম জামা, যা পারো ওদের দিও। হাতকে অভ্যেস করাবে দান-এ, আর মুখকে ভালো কথায়, মনে থাকবে তো বন্ধুরা। ম্যাজিক ল্যাম্পের শীত সংখ্যা হচ্ছে রহস্য গোয়েন্দা স্পেশাল। আমি তো জানি তোমাদের রহস্য গল্প পড়তে খুব ভালো লাগে। কারও কারও আবার গোয়েন্দা হওয়ার ইচ্ছে। বাড়িতে বা পাড়ায় একটু আধটু গোয়েন্দাগিরি নিশ্চয়ই সবাই করেছ। মায়েরা ইচ্ছে করলেই ভালো গোয়েন্দা হতে পারে। লুকিয়ে কমিকস পড়লে বা তুমি মিথ্যে কথা বললে কেমন ধরে ফেলে দেখেছ তো?
যাই হোক রহস্য গোয়েন্দা স্পেশালে থাকছে ভিন্ন স্বাদের বড়ো ও ছোটোগল্প মিলিয়ে ২৩টি গল্প এবং একটি উপন্যাস। এছাড়া কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, বিজ্ঞান, একটু ভাবি - এরকম নিয়মিত বিভাগগুলো তো আছেই। এবারে ইন্টারভিউ থাকছে তোমাদের প্রিয় লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের।
এই সংখ্যার সঙ্গে থাকছে আরও একটি দারুণ জিনিস, 'উত্তরাধিকার' ওয়েবসাহিত্য পুরস্কার ২০১৬-২০১৭ নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র। সেই ক্রোড়পত্রে থাকছে নভেম্বর ২০১৬ থেকে অক্টোবর ২০১৭ অবধি পরবাস, জয়ঢাক, ইচ্ছামতী, ম্যাজিক ল্যাম্প, কল্পবিশ্ব এবং একপর্ণিকা - এই ছ'টি ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত সমস্ত লেখা ও ছবি থেকে বাছাই করা সেরা লেখা ও ছবির সম্ভার।
এই সংখ্যার সঙ্গে থাকছে আরও একটি দারুণ জিনিস, 'উত্তরাধিকার' ওয়েবসাহিত্য পুরস্কার ২০১৬-২০১৭ নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র। সেই ক্রোড়পত্রে থাকছে নভেম্বর ২০১৬ থেকে অক্টোবর ২০১৭ অবধি পরবাস, জয়ঢাক, ইচ্ছামতী, ম্যাজিক ল্যাম্প, কল্পবিশ্ব এবং একপর্ণিকা - এই ছ'টি ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত সমস্ত লেখা ও ছবি থেকে বাছাই করা সেরা লেখা ও ছবির সম্ভার।
ম্যাজিক ল্যাম্পের জন্য সুন্দর সুন্দর ছবি এঁকে দিয়েছেন - সুমিত রায়, সপ্তর্ষি চাটার্জী, সুজাতা চ্যাটার্জী, দীপিকা মজুমদার, পুষ্পেন মণ্ডল, পার্থ মুখার্জী, শ্ৰীময় দাস ও নচিকেতা মাহাত।
রহস্য সংখ্যার মানানসই প্রচ্ছদটি এঁকেছেন অর্ক চক্রবর্তী। ম্যাজিক ল্যাম্পের প্রুফ দেখতে সাহায্য করেছেন শ্রী রাজীব কুমার সাহা। অনেক ধন্যবাদ জানাই সহেলী চট্টোপাধ্যায়-কে সবসময় সহযোগিতা করার জন্য। ম্যাজিক ল্যাম্পের বিজ্ঞান বিভাগের সমস্ত কাজ করেছেন শ্রী অমিতাভ প্রামাণিক। ম্যাজিক ল্যাম্পকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এনেছেন শ্রী তাপস মৌলিক।
খুব ভালো থেকো বন্ধুরা। আর সামনেই বইমেলা, প্রচুর প্রচুর বই কেন আর পড়।
ইতি – জিনি
_____
No comments:
Post a Comment