ক্রোড়পত্রঃ উত্তরাধিকার পুরস্কার - কী ও কেন


উত্তরাধিকার ওয়েবসাহিত্য পুরস্কার ২০১৬-২০১৭
উত্তরাধিকার পুরস্কার - কী ও কেন

উদ্যোগঃ পরবাস, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, কল্পবিশ্ব, একপর্ণিকা

সহযোগী সংস্থা হিসেবে সঙ্গে আছেন - প্রতিশ্রুতি, পত্রভারতী, দেব সাহিত্য কুটির, বর্ণদূত, জয়ঢাক, আলোকবর্ষ, ফেভারিট বুক স্টোর, অরণ্যমন

পাথর-পার্চমেন্ট, কাগজ, পর্দা — মাধ্যম বদলে যায়। সাহিত্য বেঁচে থাকে। নতুন ইলেকট্রনিক মাধ্যমে বাংলা সাহিত্যের নবজন্ম ঘটে চলেছে এখন। এ-সাহিত্যের সেই উত্তরাধিকারীর অস্তিত্বকে বিনম্র স্বীকৃতি দিতে শুরু হল বার্ষিক উত্তরাধিকার ওয়েবসাহিত্য পুরস্কার।

পরবাস, জয়ঢাক, ইচ্ছামতী, ম্যাজিক ল্যাম্প, কল্পবিশ্ব, একপর্ণিকা - এই ছটি  নিয়মিত প্রকাশ হয়ে চলা ওয়েবপত্রিকায় নভেম্বর ২০১৬ থেকে অক্টোবর ২০১৭ অবধি এক বছর ধরে প্রকাশিত সমস্ত লেখা ও অলঙ্করণ থেকে তিনটি বা চারটি করে সেরা গল্প, সেরা কল্পবিজ্ঞান কাহিনী, সেরা প্রবন্ধ, সেরা ছড়া ও সেরা অলঙ্করণ বেছে নেওয়া হয়েছে প্রথমে। এরপর, দ্বিতীয় পর্বের বিচারে তাদের থেকে বর্ষসেরাদের বেছে নিয়েছেন আর একদল অভিজ্ঞ বিশেষজ্ঞ।

অবশেষে সে-কাজ সম্পূর্ণ হয়েছে। পাঁচটি পুরস্কার দেওয়া হবে এবছর।

সেরা গল্পের জন্য শৈলেন ঘোষ স্মারক পুরস্কার
সেরা কল্পবিজ্ঞানের জন্য অদ্রীশ বর্ধন স্মারক পুরস্কার
সেরা ছড়ার জন্য সরল দে স্মারক পুরস্কার
সেরা প্রবন্ধের জন্য গিরিধারী দত্ত স্মারক পুরস্কার
সেরা অলঙ্করণের জন্য আরতি দত্ত স্মারক পুরস্কার

পুরস্কারমূল্যঃ প্রতিটি বিভাগের সেরাকে  পাঁচ হাজার টাকা ও সহযোগী সংস্থাদের তরফে কিছু বইপত্র।
পুরস্কারের দিনক্ষণ ও স্থান সোশ্যাল মিডিয়ায় আর কয়েকদিনের মধ্যেই জানানো হবে।

সঙ্গের ক্রোড়পত্রে প্রতি বিভাগের পুরস্কারবিজয়ী সৃষ্টি সহ সেরা নমিনিদের কাজগুলো তুলে ধরা হল।

[এ প্রসঙ্গে একটি নিবেদন। নমিনি ২, ৩ ইত্যাদি হিসেবে যে সৃষ্টিদের চিহ্নিত করা হয়েছে ক্রোড়পত্রে তাদের প্রত্যেকটিই উৎকর্ষে একাসনে বসবার যোগ্য বলে আমাদের বিশ্বাস। ক্রমাঙ্ক এখানে শুধুই সংখ্যা, উচ্চাবচ বোঝাবার মাপকাঠি নয়।]
_____

No comments:

Post a Comment