ছড়া-কবিতা:: হিরো - রূপসা ব্যানার্জী


হিরো
রূপসা ব্যানার্জী

ফেলুদাদা, আমি যদি হতাম তোমার মতো,
মগজখানা শক্তিশালী অস্ত্র আমার হতো
ব্যোমকেশদা, তোমায় দেখে ইচ্ছে জাগে মনে,
সরিয়ে দেব পথের কাঁটা দারুণ অগ্নিবাণে
কিরীটীদা, তোমার সাহস একটু আমায় দাও,
পদ্মদহে ধরতে পিশাচ সঙ্গে নিয়ে যাও!
পাহাড়চূড়ায়, মরুর বুকে প্রবল মনের জোরে,
কাকাবাবু, তোমার লড়াই আমায় অবাক করে
ঘোর বিপদেও যায় না মুছে তোমার মুখের হাসি!
জয়ন্তদা, তাই তো তোমায় বড্ড ভালোবাসি
তোমার গুণের শেষ যে কোথায় কিংবা কোথায় শুরু,
পাই না খুঁজে হোমস তুমি যে এঁদের সবার গুরু!
লুকিয়ে আছ তোমরা সবাই আমার মনের মাঝে,
স্বপ্নঘোরে কিংবা আমার পড়ার বইয়ের ভাঁজে
যে যাই বলুক, যতই বকুক তাও তোমাদের ছেড়ে
থাকব না যে একটা দিনও, বলছি প্রমিস করে
করছি আমি লেখাপড়া অনেক যত্ন নিয়ে,
সঙ্গে তারই নিচ্ছি ট্রেনিং ক্যারাটে-ক্লাবে গিয়ে
আজকে আমি ছোট্ট আছি কালকে হব বড়ো,
এই দলেতেই যোগ দিয়ে ভাই হব রিয়েল হিরো
_____
অলঙ্করণঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment