মগজাস্ত্র:: জানুয়ারি ২০১৮


মগজাস্ত্র
অনন্যা দাশ ও সহেলী চট্টোপাধ্যায়

এবারের বিষয় গোয়েন্দা আর গোয়েন্দা

প্রশ্নঃ
১। জটায়ুর নভেল বোম্বাইয়ের বোম্বেটের ওপর ভিত্তি করে যে সিনেমা তৈরি হয়েছিল তার নাম কী ছিল?
২। সত্যান্বেষী গল্পে ব্যোমকেশের যখন প্রথম অজিতের সঙ্গে দেখা হয় তখন ব্যোমকেশ অজিতকে অন্য একটি নাম বলেছিল। সেই ছদ্মনাম কী ছিল?
৩। শার্লক হোমসের দাদার নাম কী ছিল?


৪। ছবিটি বিখ্যাত এক গোয়েন্দা এবং রহস্য গল্প লেখিকার। তোমাদের নাম বলতে হবে।
৫। কালু, বুলু, টুলু এবং মালু এই চারজন দুর্ধর্ষ কিশোরীদের চেনো কি তোমরা?
৬। কর্নেল নিলাদ্রি সরকার এবং জয়ন্তকে আমরা কোন লেখকের রচনায় পাই?


৭। প্রজ্ঞাপারমিতা মুখার্জিকে আমরা কী নামে চিনি?


৮। একই সঙ্গে বড়োদের জন্য অশোক ঠাকুর এবং ছোটোদের জন্য গোগোলকে নিয়ে ডিটেকটিভ কাহিনি লিখেছেন কোন লেখক?
৯। পরাশর বর্মা চরিত্রটি কার সৃষ্টি?
১০। নারায়ণ দেবনাথ সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কী?

উত্তরঃ
১। জেট বাহাদুর
২। অতুলচন্দ্র মিত্র
৩। মাইক্রফট হোমস। ভূমিকা অনেকটা ফেলুদার সিধুজ্যাঠার মতো
৪। গাথা ক্রিস্টি
৫। গোয়েন্দা গন্ডালু, নলিনী দাশের লেখা।
৬। সৈয়দ মুজতবা সিরাজ
৭। মিতিনমাসি
৮। সমরেশ বসু
৯। প্রেমেন্দ্র মিত্র
১০। গোয়েন্দা কৌশিক
_____
ছবি - আন্তর্জাল

2 comments:

  1. "নীলাদ্রি" সরকার হবে

    ReplyDelete
  2. "সৈয়দ মুস্তাফা সিরাজ" হবে

    ReplyDelete