ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? আমি
জানি
তোমাদের
মন
ভালো
নেই।
স্কুল
অনেকদিন
বন্ধ।
বন্ধুদের
সঙ্গে
অনেকদিন
দেখা
হয় না।
শুধু
ফোন
আর
ল্যাপটপ
নিয়ে, টিভি
দেখে
কতক্ষণ
আর
সময়
কাটে!
আমি
বুঝি
তোমাদের
কষ্ট।
আমাকেই
তো
কয়েক
হাজার
বছর
আশ্চর্য
প্রদীপের
মধ্যে
বন্দি
হয়ে
থাকতে
হয়েছে।
আর
তারপরেই
তোমাদের
মতোই
কেউ
আমাকে
হঠাৎ
আবিষ্কার
করলে।
আঙুলের
একটা
ক্লিকেই
আমরা
কেমন
বন্ধু
হয়ে
গেলাম।
এখন
ম্যাজিক
ল্যাম্প
তোমাদের
ভারী
আপনজন।
ম্যাজিক
ল্যাম্পের
জিনি
তোমাদের
চেনা।
কিন্তু
আমার
ভারী
অভিমান
হয়।
তোমরাও
তো
আমাকে
চিঠি
লিখতে
পারো।
মেইল
সাবজেক্টে
লিখো
“জিনি
দিদির
জন্য
চিঠি”
আর
তাতে
তোমাদের
মনের
কথা
আমাকে
জানাও।
ম্যাজিক
ল্যাম্প
কেমন
লাগছে।
কোন
গল্পটা
ভালো
লাগল, কোনটা
ভালো
লাগল
না
সব
জানাও।
তবেই
তো
আমাদের
বন্ধুত্ব
গড়ে
উঠবে।
তোমাদের
চিঠি
আমরা
ম্যাজিক
ল্যাম্পে
প্রকাশ
করব।
এবারে আসি এই আগস্ট
সংখ্যার
কথায়।
নতুন
নতুন
গল্প-ছড়ায়
বেশ
মজার
একটা
সংখ্যা
হয়েছে।
অনেক
নতুন
লেখক
লিখেছেন।
অবশ্যই
পড়ে
দেখো।
আর
সামনে
তো
শারদ
সংখ্যা
আসছেই
দারুণ
সব
সারপ্রাইজ
নিয়ে।
খুব ভালো থেকো
সবাই।
মন
খারাপ
কোরো
না।
একদিন
আবার
সবাই
আগের
মতো
দেখা
করতে
পারব।
ইতি,
জিনি
----------
ছবি - নচিকেতা মাহাত
No comments:
Post a Comment