ব্যাঙ
সুজাতা চ্যাটার্জী
গ্যাঙর গ্যাঙর গ্যাঙ,
সুজাতা চ্যাটার্জী
এক যে আছে ব্যাঙ।
সে একলা থাকে নাকি?
একলা কি কেউ থাকি?
তারা দিব্বি সুখেই আছে।
ঘুম ভাঙলেই ভোরে,
খায় জ্যান্ত পোকা ধরে।
ফড়িং ছানার ফ্রাই,
তার দুপুর বেলা চাই।
কায়দা কত জানে,
ব্যাঙ ফড়িং ধরে আনে।
গিন্নি ভাজে তেলে,
ডিমের খোসায় ফেলে।
পুকুর পাড়ের কোণে,
চান করে দুই জনে।
ছোট্ট টেবিল পাতা,
সেটা পাথর দিয়ে গাঁথা।
খাবার খাওয়ার শেষে,
মুখ মুছে নেয় ঘাসে।
বৃষ্টি এলে পরে,
তারা আর থাকে না ঘরে।
পাতলে তখন কান,
তুমি শুনবে তাদের গান।
সত্যি কি গান করে?
তারা ঝগড়া করে জোরে।
একটা মোটে ছাতা,
আর দুইখানি যে মাথা!
তাই বৃষ্টি এলেই ব্যাঙ,
চেঁচায় গ্যাঙর গ্যাঙ।।
----------
ছবি - লেখক
ছবি - লেখক
বাহ,দারুণ, খুব ভালো হয়েছে।
ReplyDelete