জলের
দাগ,
রঙিন মাছ
মধুমিতা ভট্টাচার্য
জলের
তলায় গাছের বাগান
তারই মাঝে মাছ ছিল
দিব্যি সাঁতার কাটছিল
হেলতে দুলতে খেলছিল
জলের ভেতর মাছ ছিল
এদিক
ওদিক ঘুরতে ঘুরতে
শামুকদানা খাচ্ছিল
সঙ্গীসাথি ডাকছিল
বন্ধুরা সব গাছ ছিল
ছায়ার মতো মাছ ছিল
মাছের
গায়ে চিকির মিকির
আলোর পাখি নাচছিল
রুপোর কুচি আঁশ ছিল
পাখনা মেলে ভাসছিল
ঢেউয়ের নিচে মাছ ছিল
খাতার
পাতায় মাছের ছবি
ছোট্ট মেয়ে আঁকছিল
বাক্স ভরা রঙ ছিল
রামধনু তার মন ছিল
সাতরঙা এক মাছ ছিল
ছোট্ট
মনের ভেতর ঘরে
খুব সুরিলি গান ছিল
সুগন্ধি তার তান ছিল
সবুজ এক বাগান ছিল
রঙিন তুলির টান ছিল
জলের
ভেতর মাছ ছিল
খাতায় জলের দাগ ছিল।
----------
ছবি - শ্রীময়ী
মধুমিতা ভট্টাচার্য
তারই মাঝে মাছ ছিল
দিব্যি সাঁতার কাটছিল
হেলতে দুলতে খেলছিল
জলের ভেতর মাছ ছিল
শামুকদানা খাচ্ছিল
সঙ্গীসাথি ডাকছিল
বন্ধুরা সব গাছ ছিল
ছায়ার মতো মাছ ছিল
আলোর পাখি নাচছিল
রুপোর কুচি আঁশ ছিল
পাখনা মেলে ভাসছিল
ঢেউয়ের নিচে মাছ ছিল
ছোট্ট মেয়ে আঁকছিল
বাক্স ভরা রঙ ছিল
রামধনু তার মন ছিল
সাতরঙা এক মাছ ছিল
খুব সুরিলি গান ছিল
সুগন্ধি তার তান ছিল
সবুজ এক বাগান ছিল
রঙিন তুলির টান ছিল
খাতায় জলের দাগ ছিল।
----------
ছবি - শ্রীময়ী
No comments:
Post a Comment