ছড়া-কবিতা:: ছন্দ ধরা - সপ্তর্ষি চ্যাটার্জী


ছন্দ ধরা
সপ্তর্ষি চ্যাটার্জী
 
শুঁকে শুঁকে সেদিন গন্ধ
আমি ধরেছিলাম ছন্দ,
 
যখন মেঝের উপর বসে
তাকে ধরতে গেলাম কষে,
 
তবু চক্ষে দিয়ে ধুলো
ব্যাটা পালাল কোন চুলো...
 
দেখি উঠল রে তালগাছে
আবার তাল দিয়ে সে নাচে!
 
ভারি দুষ্টু সে তো জানি,
তার লেজটি ধরে টানি -
 
শেষে হার সে নিল মেনে,
যখন কাগজ কলম এনে
 
তাকে বন্দি করি ছড়ায়
এক জাদু চিরাগ পাড়ায়!
 
সেথা হরেক রকম ছন্দ
কেউ ভালো বা কেউ মন্দ
 
সুখে দুঃখে অহর্নিশে
তারা থাকল মিলেমিশে।
----------
ছবি - শ্রীময়ী

No comments:

Post a Comment