ডাউনলোড

পি ডি এফ ডাউনলোড

পুরোনো সংখ্যা পি ডি এফ ডাউনলোডঃ
প্রথম বর্ষ।। প্রথম সংখ্যা।। শারদীয় ২০১৫
কোনও বিশেষ লেখা বা বিভাগ pdf ফরম্যাটে ডাউনলোড করতে চাও?
তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করো –

1.    প্রথমে যে লেখা ডাউনলোড করতে চাও সেটা এই সাইটে খোলো। তার ওয়েব অ্যাড্রেস কপি করো।
2.    এবার এখানে ক্লিক কর নতুন একটা ট্যাবে একটা সাইট খুলবে।
3.    সেই সাইটে যেখানে লেখা আছে 'Or enter URL of the file you want to convert to PDF:' সেই বক্সে কপি করা ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করো।
4.    এবার 'Convert file'-এ ক্লিক করো। ব্যাস, তুমি যে লেখাটা চাও তার pdf ভার্সান তোমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

5.    কোনও বিভাগের সমস্ত লেখা একসঙ্গে ডাউনলোড করতে হলে আগে সেই বিভাগের যে কোনও একটি লেখা খোল। দেখ লেখার নিচে সেই বিভাগের 'tag' আছে। সেই 'tag'-এ ক্লিক করলেই ওই বিভাগের সমস্ত লেখা একসঙ্গে চলে আসবে। এবার ওয়েব অ্যাড্রেস-টা কপি করে নিয়ে ওপরের পদ্ধতি অনুযায়ী ডাউনলোড করো। [ধরো তুমি সমস্ত কমিকস ডাউনলোড করতে চাও। যে কোনও একটা কমিকস খোলো। সেই কমিকসের নিচে দেখ 'tag' আছে 'কমিকস'। ওই 'tag'-এ ক্লিক করলেই সমস্ত কমিকস একসঙ্গে চলে আসবে।] তোমাদের সুবিধের জন্য সমস্ত বিভাগের 'tag' গুলো ওয়েবসাইটের একেবারে নিচে দেওয়া আছে।
6.    কোনও লেখকের সমস্ত লেখাও তুমি একসঙ্গে ডাউনলোড করতে পারো। আগে তোমার পছন্দের লেখকের যে কোনও একটা লেখা খোল। দেখ সেই লেখার নিচে সেই লেখকের নামের 'tag' আছে। ওতে ক্লিক করলেই লেখকের সমস্ত লেখা একসঙ্গে চলে আসবে। ব্যাস, তারপর ডাউনলোড!

7.    সম্পূর্ণ সংখ্যা .pdf ফরম্যাটে ডাউনলোড করার সুবিধে একটি একটি করে পুরোনো সংখ্যা ধরে দেওয়া হচ্ছে।
---------

7 comments:

  1. Porer version gulo ebar pdf din.

    ReplyDelete
  2. ami jodio ekdam e natun pathok tabuo bolbo aviggata ta asadharon

    ReplyDelete
  3. poroborti sonkhya guli r pdf prokash korle khub valo hoy

    ReplyDelete
  4. পুরোনো সংখ্যা গুলো পিডিফ ফরম্যাটে দিতে পারলে আমরা ধূলোখেলাতে সংরক্ষণ করতে পারি।

    ReplyDelete