ছড়া-কবিতা:: গুপ্তধনের সংকেত - সুজাতা চ্যাটার্জী


গুপ্তধনের সংকেত
সুজাতা চ্যাটার্জী

হাবুলের সেজদাদু মারা যান যবে,
ঘরেতে ডাকিয়ে তিনি, বলে যান সবে,
“খাটটির গদি তুলে, পাবি এক খাতা,
তলে তার চাপা দেওয়া আছে এক পাতা

সরালেই গদিটাকে, শেষ হল খোঁজা,
ভালো-করে পড়তেই, বেশ গেল বোঝা।
মাটি দিয়ে চাপা আছে হিরে ও মানিক,
বাহুবলে খুঁড়লেই পাওয়া যাবে ঠিক।

মিলবেই নিশ্চই গহনা সোনার,
ঝকঝকে চকচকে - কত দাম তার!
সিন্দুক ভরা আছে, টাকা শত শত
ভারী ভারী হিরে মোতি, কী জানি যে কত!

যার যার কাজ নেই, লেগে গেল কাজে,
হাতে হাতে খোঁড়াখুঁড়ি, থামে আর না যে!
পড়বে যে এই ছড়া, সে সময় নাই,
হবে যে আসান কাজ, পড়লে সেটাই!
সব প্রথম শব্দগুলি যাও পাঠ করে,
তারই সাথে বাজিমাত - সিন্দুক ঘরে।।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment