ছড়া-কবিতা:: চাঁদের আলো - দীপঙ্কর বেরা


চাঁদের আলো
দীপঙ্কর বেরা

চাঁদের আলো ছড়ায় ভালো
আঁধার করে দূর
পাতার ফাঁকে পথের বাঁকে
তুলছে মেঠো সুর।

ফুলের বনে উদাস মনে
ঘুরছে ওরা কারা
চাঁদের হাসি জোছনা রাশি
রূপে পাগল পারা।

গাছের সারি করছে আড়ি
খেলছে লুকোচুরি
মাঠ পেরিয়ে তেপান্তরে
চলো কোথাও ঘুরি।

আকাশ নীলে যাচ্ছে মিলে
যত চাঁদের কণা
পরির দেশে শুভ্র বেশে
করছে আনাগোনা।

দাঁড়িয়ে ছাদে দেখলে চাঁদে
মনটা হবে ভালো
চাঁদের বুকে সবার সুখে
ঘোচে মনের কালো।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment