ছড়া-কবিতা:: গুপ্তধনের অন্ধ গুহা - রবীন বসু


গুপ্তধনের অন্ধ গুহা
রবীন বসু

আছে সে এক অন্ধ গুহা
ভয়াল ভীষণ জঙ্গলেতে,
দিনের আলো যায় না সেথা
অজানা সেই অঞ্চলেতে।
ডাকাত দস্যু লুঠ করেছে
কত লোকের টাকা পয়সা,
রাজা লোটে প্রজার অর্থ
প্রজার মনে নেই ভরসা।
গুপ্তধনের ভাঁড়ার আছে
জানে লোকে কোন্ সে দিকে,
সাহস করে কেউ না যায়
সবাই হাঁটে উলটো দিকে।
বহু যুগের সঞ্চিত ধন
কে যে রাখে মজুত করে,
থরে থরে রত্ন মোহর
জমে আছে গুহা ভরে।
ভুলভুলাইয়া অন্ধ গুহায়
পাহারা দেয় কে সেখানে?
গুপ্তধনে সিন্দুক ভরা
জমে আছে লোভ যেখানে!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment