ছড়া-কবিতা:: আমার ছড়া - টুম্পা মিত্র সরকার


আমার ছড়া
টুম্পা মিত্র সরকার

একটা ছড়া লেখার পরেই
কাটি আবার ফের
রাগ হয়েছে তাতেই নাকি
শুনছি ছড়াদের৷

ভাবছি এবার লিখব ছড়া
ছন্দটা বেশ শিখে
সেই ছড়ারা জ্বেলে দেবে
খুশির আলোটিকে৷

হঠাৎ কখন ফুটলে ছড়া
নদীর কোনো চরে...
পড়ার শেষে বলবে সবাই
তারপরে তারপরে..৷

আমি তখন লিখব আবার
সবার কথা শুনে
একখানা নয় দু-খানা নয়
দশটা গুনে গুনে৷

সেসব ছড়া পড়ার শেষে
থাকবে যখন ঘোরে
আমার ছড়া ভীষণ মজায়
হাসবে জোরে জোরে৷
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment