গুপ্তধনের খোঁজে
দিলীপ কুমার মধু
গভীর রাতে হঠাৎ গেলাম গুপ্তধনের খোঁজে
পাহাড় টপকে জঙ্গল টপকে, সূর্য চক্ষু বোঝে।
ঘোরকুট্টিম অন্ধকারে টর্চের আলো জ্বেলে
গুহায় ঢুকলে দীর্ঘনিঃশ্বাস প্রতিধ্বনি তোলে।
টর্চের আলো ফেলতে হঠাৎ চক্ষু বোজে বোজে
পুলকে মন,
হাতের মুঠোয় - গেলাম যারই খোঁজে।
ঘড়া ঘড়া মোহর দেখে আমি ভাবি মনে
মোহরগুলো গ্রামে নিয়ে দেব জনে জনে।
কিন্তু ও ভাই,
ক্যামনে নেব ঘড়া ঘড়া মোহর
তোমরা সবাই জান তো ভাই আমার আসল বহর।
তবুও রাজপুত্র হয়ে মোহর তুলব যেই
“হারে রে রে রে” বলে ডাকাত তেড়ে এল সেই।
গুহার মুখে সাতটি ডাকাত ষণ্ডামার্কা বহর
যা-হোক আর তা-হোক ভাই হাতছাড়া নয় মোহর।
বীর বিক্রমে এগিয়ে যেতেই ডাকাত ভিরমি খায়
তখনই মা ডেকে বলে – “ওঠ, সকাল যে যায়।”
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment