ম্যাজিক মিট: ৩১ মার্চ ২০২৪


ম্যাজিক মিট
৩১ মার্চ ২০২৪, রবিবার

গত মার্চ মাসের শেষ দিন ছিল রোববার। সেদিন কলকাতার পার্ক স্ট্রিটের ট্রিংকাস রেস্তোরাঁয় মিলিত হয়েছিলাম আমরা ম্যাজিক ল্যাম্পের লেখক, আঁকিয়ে ও পাঠক বন্ধুরা। অনর্গল আড্ডা, গান, হই হই আর সঙ্গে হালকা স্ন্যাক্স ও চা-কফি। নিচে রইল সেই মিলনোৎসবের একটি ভিডিও আর কিছু ছবি। পরের বার তোমরাও যোগ দিতে পারো এই ম্যাজিক মিটে।

প্রথমে রইল ভিডিও...


এবারে কিছু ছবি...

বাঁদিক থেকে: সপ্তর্ষি, দ্বৈতা, প্রতীক, অঙ্কন, তাপস, সত্যজিৎ

বাঁদিক থেকে: দ্বৈতা, শরণ্যা, সত্যজিৎ, তাপস, অর্ণব, শুভশ্রী, শ্রীময়ী, উপাসনা, নচিকেতা, সুজাতা, সপ্তর্ষি

বাঁদিক থেকে: অঙ্কন, দ্বৈতা, শরণ্যা, সত্যজিৎ, তাপস, অর্ণব, শুভশ্রী, শ্রীময়ী, উপাসনা, নচিকেতা, সুজাতা, সপ্তর্ষি, প্রতীক

বাঁদিক থেকে: শুভশ্রী, শ্রীময়ী, উপাসনা, নচিকেতা, সুজাতা, সপ্তর্ষি, প্রতীক, অঙ্কন, দ্বৈতা, শরণ্যা, সত্যজিৎ, তাপস, অর্ণব

বাঁদিক থেকে: অর্ণব, সত্যজিৎ, তাপস, সপ্তর্ষি, দ্বৈতা, শরণ্যা, সুজাতা, শ্রীময়ী, উপাসনা, প্রতীক, নচিকেতা

বাঁদিক থেকে: তাপস, দ্বৈতা, সপ্তর্ষি, নচিকেতা, সত্যজিৎ

বাঁদিক থেকে: সপ্তর্ষি, শরণ্যা, দ্বৈতা, অঙ্কন

শেষে রইল ম্যাজিক মিটের ছবিগুলি একনজরে দেখার একটি ভিডিও, সঙ্গে ম্যাজিক ল্যাম্পের গান...

----------

No comments:

Post a Comment