আজব দেশ
তনুজা চক্রবর্তী
ছিলাম কাছে যাইনি দূরে
কাটিয়ে ছুটি এলাম ঘুরে
কাছের বড়ো আজব দেশ
সে দেশবাসী মজার বেশ।
ডাকবে যাকে দেবে সে সাড়া
বলে না কথা ছন্দ ছাড়া
কান্না জুড়ে বায়না করে
পরক্ষণেই জড়িয়ে ধরে।
পাখির বুলি মেঘের ভাষা
ওদের মুখে শোনায় খাসা
এলাম দেখে চাঁদের বুড়ি
চরকা কাটে চিবিয়ে মুড়ি।
কত যে পাবে ঘোরার মজা
রাজার হাতে নিমকি গজা
দেবেন তিনি কোঁচড় ভরে
যে মুখগুলো স্বপ্নে ঘোরে।
কেমন যেন লাগছে চেনা
কিনবে ভেবে হয়নি কেনা
ঘুরতে হলে ছড়ার দেশে
পড়তে হবে ভালোবেসে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment