ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? বই পড়ছ তো সকলে? বইয়ের মতো সম্পদ
আর কোথাও নেই। যত বই পড়বে, নানা দেশের, নানা ভাষার গল্প
পড়বে তত বেশি জানবে এই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা সম্পদের কথা। আসল
গুপ্তধন কী জানো? তা আছে
আমাদের মনের মধ্যে, হৃদয়ের
গোপন কুঠুরিতে। তাকে শুধু অনুভবেই পাওয়া যায়। আর একবার
তাকে পাওয়া হয়ে গেলে পৃথিবীর আর সব কিছু মিথ্যে হয়ে যায়।
তোমরা বলবে এ আবার কী ধাঁধার মতো
কথা বলছি। তা আমি বলব আসল গুপ্তধনের সন্ধান পেতে
গেলে তোমাদের তো ধাঁধার সমাধান করতেই হবে।
এসে গেছে ম্যাজিক ল্যাম্পের বিশেষ
গুপ্তধন সংখ্যা। কলম ধরেছেন তোমাদের প্রিয় লেখকদের সঙ্গে
অনেক নতুন লেখক। মনমাতানো ছবিতে সেজে উঠেছে এবারের সংখ্যা।
আরেকটি দারুণ খবর হল এই সংখ্যায়
পাবে আমাদের সবার প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে একটা ছোট্ট আলাপচারিতা
আমাদের মুখোমুখি বিভাগে। দেখে নিও তিনি কী বলেছেন গুপ্তধন প্রসঙ্গে।
এই সংখ্যায় থাকছে আমাদের ম্যাজিক
মিটের ছবি ও ভিডিও। পরের বার তোমরাও যোগ দিতে পারো আমাদের
ম্যাজিক মিটের আলাপ পর্বে।
এই সংখ্যার মনমাতানো প্রচ্ছদটি
এঁকেছেন শিল্পী শুভশ্রী দাস এবং এই সংখ্যাটি সাজিয়ে-গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন
শ্রী তাপস মৌলিক।
ভালো থেকো সবাই।
তোমাদের আমার লেখা একটা ভালো থাকার
মন্ত্র শিখিয়ে দিই -
“ব্যাং ব্যাঙাচি মজায় বাঁচি
ঠ্যাং দুলিয়ে তা ধিন তাক
অসুখ জ্বালা, দুঃখ-বালাই
সর্দি হাঁচি তফাত যাক।”
ইতি,
জিনি
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment