গুপ্তধন
পারমিতা
বন্দ্যোপাধ্যায়
পটাশপুরের জমিদারের
দুইটি ছিল
ছেলে,
বাবার হলে স্বর্গপ্রাপ্তি
সব তো তারাই
পেলে।
শহর থেকে এসে
গ্রামে
ঘোরে এধার ওধার,
হঠাৎ কিছু মেলে
যদি
সন্ধান করে তার।
সেদিন হঠাৎ বাবার
ব্যাগে
মিলল একটি খাম,
অবাক মানে ভাই
যুগলে
নেই কোনো নাম-ধাম।
ভেতরে যে চিরকুট
যা লেখা আছে
তাতে,
দেখে তো দু-ভাইয়ের
মন আনন্দেতে মাতে।
কাগজটিতে আছে লেখা
দিয়ে দিনক্ষণ,
‘বাড়ির উত্তরে বাঁশবন
পাবে সেথায় গুপ্তধন।’
পরদিন থেকে কাজ শুরু
বাঁশবন প্রায় খালি,
আশা-হতাশায় দুই ভাই
একে অপরকে দেয় গালি।
হঠাৎ ওঠে শোরগোল
বাক্স মিলেছে এক,
হই হই করে বলে যে সবাই
ভেতরে কী আছে দ্যাখ।
‘লোভের পিছনে ছুটো না এমন
গড়ো আপন ভবিষ্যৎ।’
কাগজে লেখা এই ক’টি কথা
পিতার অভিমত।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment