গুপ্তধন
অমিয় আদক
গুপীবাবু পেয়ে গেছেন গুপ্তধনের খোঁজ।
স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন তাই সকালে রোজ।
“রোজ সন্ধ্যায় দ্যাখো তুমি খুঁটিয়ে গুগুল ম্যাপ।
সকাল হলেই বেরিয়ে পড়, কীসের দৌড়ঝাঁপ?
এই বয়সে যাচ্ছ কোথায়? তাও তো শোনাও না।
কীসের এত গোপন রাখা, তাও তো বুঝি না?”
গিন্নির সব প্রশ্ন শুনে, বলেন গুপীবাবু,
“একটা বেজায় কঠিন কাজে হচ্ছি কেবল কাবু।
মন্দিরেতে পুরুতঠাকুর দিলেন কাগজখানা,
তাতে আছে দশটি ঘড়ার ধাঁধাতে ঠিকানা।
দশঘরাতে দশঘড়া ধন দশ ঠিকানায় পোঁতা,
সেইগুলোকে খুঁজে পাওয়া চাট্টিখানি কথা?”
গিন্নি শুনে বলেন হেসে, “রাখো গুপ্তধন,
সত্তরেতে কী ভীমরতি! ঈশ্বরে দাও মন।
গুপ্তধনের ঘড়াগুলো গুপ্তভাবেই থাক।
এই বয়সে আমার জীবন আর কোরো না খাক।”
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment