ছড়া-কবিতা:: বানর ও বাঘ - অর্ণব ভট্টাচার্য্য


বানর বাঘ
অর্ণব ভট্টাচার্য্য
 
বাঘ শুয়ে নাক ডাকে, ফুর ফুৎ ফুঁররে,
বানরেরা তাই বলে, হিপ হিপ হুররে
ডিগবাজি খেয়ে তারা, লাফ দেয় হুপহাপ,
গাছ থেকে খুশি হয়ে, ঝরে পড়ে টুপটাপ
খুব করে নেচে তারা, হেসে কলকল,
বাঘের মাথায় ছোঁড়ে পাকা বটফল
জেগে উঠে হাই তুলে, দুই চোখ মেলে,
বাঘ বলে গিফট দেব কাছাকাছি এলে
শিল্পী ব্যাঘ্র আমি, নাম আমার লুসি,
তোমাদের টিপ দেখে, মনে বড়ো খুশি
তাই শুনে লোভে পড়ে, বানরের সর্দার,
কাছে গিয়ে বলে, দাও, গিফট খুব দরকার
বাঘ তবু এক লাফে, করে তাকে বন্দি,
ফিক করে হেসে বলে, এই ছিল ফন্দি
----------
ছবি – সুজাতা চ্যাটার্জী

1 comment: