মুখোমুখি (ভিডিও)
ম্যাজিক ল্যাম্প পত্রিকার তরফ থেকে এবার আমরা মুখোমুখি হয়েছিলাম প্রখ্যাত সাহিত্যিক এবং জয়ঢাক ওয়েব ম্যাগাজিনের সম্পাদক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্যের। বাংলায় কল্পবিজ্ঞানের গল্প-উপন্যাস রচনাতেও দেবজ্যোতিবাবু সিদ্ধহস্ত। তাই এই বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যায় রইল আমাদের সবার প্রিয় দেবজ্যোতিদার সাক্ষাৎকার।
নিচের ভিডিও-তে ক্লিক করলে দেখা যাবে সেই সাক্ষাৎকার।
সাক্ষাৎকার নিয়েছেন শ্রী সৌম্যকান্তি দত্ত
(১)
মুখোমুখি শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য
_____
_____
দারুণ!
ReplyDelete