সম্পাদকীয়:: জুলাই ২০১৭


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? বৃষ্টির জল জমে কলকাতা নাকি ভেনিস হয়ে গেছে শুনলাম স্কুলে যাচ্ছ তো সবাই? নাকি ঘরে আরাম করে বসে মুড়িমাখা চিবোতে চিবোতে জানলা দিয়ে বৃষ্টি দেখছ? এইরকম মেঘলা দিনে কার আর স্কুল, পড়াশোনা এই সব ভালো লাগে বল?
তারপর আর কিছুদিন বাদেই তো পুজো এসে যাবে তার জন্যও মন উচাটন নতুন জামা, নতুন বই, খাওয়াদাওয়া, ঠাকুর দেখা
তোমাদের মেঘলা দিনগুলোয় মনকেমন ভুলে সঙ্গী করে নাও ম্যাজিক ল্যাম্প-কে এবারে আমাদের কল্পবিজ্ঞান সংখ্যা “কল্পবিজ্ঞান” শব্দটা শোনামাত্রই তোমাদের চোখের সামনে কী ভেসে ওঠে? ভিনগ্রহ? এলিয়েন? রোবটদের অদ্ভুত সব কেরামতি নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, আরও সব খটোমটো ব্যাপারস্যাপার?
আমি ভাই অত বুঝি নাশুধু মনে মনে ভাবি একটা টাইম মেশিন পেলে কতই না ভালো হত! আমি বাপু ভবিষ্যতে যেতাম না ন্যাড়া ন্যাড়া রাস্তা-ঘাট, পলিউশন আর রোবটের মতো খিটখিটে মানুষ দেখতে মোটেও ভালো লাগত না তার'চে বরং অতীতে যেতাম আবার তোমাদের মতো ছোট্টটি হয়ে আমূল দুধ চুরি করে খেতাম তা, যা বলছি, এই সংখ্যায় তোমাদের জন্য রয়েছে অনেক-অনেক সারপ্রাইজ কল্পবিজ্ঞানের প্রিয় লেখকদের প্রিয় গল্প তো রয়েছেই নতুন লেখকদেরও অদ্ভুত সব মনমাতানো গল্প পাবে তোমরা তোমাদের, আমাদের সবার প্রিয় অনীশ দেব, অভিজ্ঞান রায়চৌধুরী, দিলীপ রায়চৌধুরী, ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য এই সংখ্যায় সক্কলেই আছেন
ডাঃ সায়ন পালের পটলবাবু এবারে পাড়ি দিয়েছেন মঙ্গলেএছাড়াও আছে কুট্টু, আমাদের বীরপুরুষের মজার কমিকস। আরও দু’টি মজার কমিকস থাকছে এই সংখ্যায়
আর থাকছে কল্পবিজ্ঞানের প্রবন্ধ নানা জানা-অজানা বিষয়ে প্রকল্প ভট্টাচার্য এলিয়েন-দের নিয়ে লিখেছেন মজার কিছু কথা যা পড়লে হাসতে হাসতে পেট ফেটে যাবে মুখোমুখি বিভাগে এবারে রয়েছে আমাদের সবার প্রিয় সাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্যের সাক্ষাৎকার অবশ্যই দেখো, অনেক কিছু শিখতে পারবে তোমরা এবারের আরেকটা বিশেষ আকর্ষণ হল তোমাদের মতোই ছোট্ট বন্ধুদের ভিডিও ইন্টারভিউনিয়েছিলুম আমি আমি খুব তাড়াতাড়ি ছোটোদের বন্ধু বানিয়ে নিতে পারি কিনা ম্যাজিক পেনসিল বিভাগে ছোটোরা মজার সব এলিয়েন এঁকে পাঠিয়েছে
এই সংখ্যার চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন বিশিষ্ট শিল্পী সুমিত রায় অসাধারণ সব ছবি এঁকেছেন স্যমন্তক চট্টোপাধ্যায়, সুমিত রায়, সপ্তর্ষি চ্যাটার্জী, ঋতম মুখার্জী, সুজাতা চ্যাটার্জী, মঞ্জিমা মল্লিক, শ্রীময় দাস, পুষ্পেন মন্ডল আর সপ্তর্ষি দে
তাহলে ঝটপট পড়ে ফেল আর আমাদের জানাও কেমন লাগল এই সংখ্যা
বৃষ্টিভেজা ভালোবাসা নিও
ইতি,
জিনি
______

No comments:

Post a Comment