ম্যাজিক পেনসিলঃ ভবিষ্যতের শহর এবং ভিনগ্রহী


ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের বিষয় ছিলঃ ভবিষ্যতের শহর কিম্বা ভিনগ্রহী

আজ থেকে একশো বছর পরে পৃথিবী কতটা বদলে যাবে? কেমন হবে ভবিষ্যতের শহর তোমার কল্পনায়? এঁকে ফেল ভবিষ্যতের শহর অথবা ভিনগ্রহী কোনও বন্ধুর ছবি। সঙ্গে এক-দু'লাইনে কিছু তথ্যও লিখে দিতে পার তার সম্পর্কে।
ম্যাজিক ল্যাম্প বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যার জন্য আমাদের খুদে পড়ুয়াদের কাছে পাঠানো হয়েছিল ওপরের বার্তা। এবার দেখা যাক তারা কী কী পাঠিয়েছে আমাদের।

(১)

প্রথম ছবিঃ প্রত্যকের কল্পনায় এক ভবিষ্যৎ শহর। ছবির সঙ্গে সে লিখেও পাঠিয়েছে সেই শহর কেমন হবে।


আমার কল্পনার ভবিষ্যত শহর হবে সম্পূর্ণ দূষণমুক্ত। কারখানা ও গাড়িঘোড়ার ধোঁয়া ভ্যাকুয়াম ক্লিনারের মতো শোষন করে নেবে আকাশে ভাসমান এক ম্যাজিক যন্ত্র যার নাম 'স্মোকনিল'বিভিন্ন শহরের আবর্জনা মানুষের দ্বারা যখন সম্পূর্ণ ভাবে পরিস্কার করা যাচ্ছে না, তখন আবার আবির্ভূত হল ডাইনোসর। এরা পিঠে বাঁধা বিশালাকার ব্যাগে সমস্ত আবর্জনা ভরে এক বায়ুনিরোধক গাড়িতে ভরে দেয়, যাতে এর থেকে জীবাণু ও দুর্গন্ধ না ছড়ায়। বহুতল বাড়িগুলো গোলাকার যাতে সব বাড়িতেই সূর্যকিরণ ও হাওয়া প্রচুর পরিমাণে  আসতে পারে। শিশুরা আনন্দে ও স্বস্তিতে এই শহরে খেলতে পারে।

অঙ্কনশিল্পীর পরিচিতি

প্রত্যক চক্রবর্তী
বয়সঃ ১০ বছর
শ্রেণীঃ চতুর্থ; স্কুলঃ ওয়েলকিন ন্যাশনাল স্কুল
শখঃ ছবি আঁকা আর কার্টুন দেখা

(২)

শুভায়ু এঁকে ফেলেছে তার এক ভিনগ্রহী বন্ধুকে -


অঙ্কনশিল্পীর পরিচিতি


শুভায়ু ব্যানার্জী
দ্বিতীয় শ্রেণী; স্কুলঃ ফ্র্যাঙ্ক লাভ এলিমেন্টারি স্কুল, বোদেল, ওয়াশিংটন, ইউ এস এ
শখঃ লিগো, পড়া আর ছবি আঁকা

(৩)

এবারে ঋতমের কল্পনায় এক ভিনগ্রহী প্রাণীর ছবি -


অঙ্কনশিল্পীর পরিচিতি

ঋতম মুখোপাধ্যায়
জন্ম ২০০০। বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র, শখ আঁকাআঁকি, মূলত কার্টুন ও কমিকস ইলাস্ট্রেশন করতে ভালোবাসে। শিল্পী হাওড়া, বালির বাসিন্দা।

(৪)

সৃজিতের কল্পনায় তার ভবিষ্যৎ শহর কেমন দেখি চল এবার –


আমার কল্পনায় আমাদের ভবিষ্যত শহরে মানুষ ও এলিয়ানরা একসাথে বাস করবে বন্ধুর মতো। বিভিন্ন UFO (unidentified flying object) আকাশে উড়বে। উচ্চ গতিসম্পন্ন বিভিন্ন গাড়ি যাদের নাম Euro, Zenin, Linux এরা মাটির একটু ওপর দিয়েও উড়তে পারবে। রাস্তাগুলি এমন একটি উপাদানে তৈরি হবে যেগুলি গভীর অন্ধকারেও সোনার মতো উজ্জ্বল দেখাবে।

অঙ্কনশিল্পীর পরিচিতি

সৃজিত সরকার
বয়সঃ ৯ বছর +
শ্রেণীঃ চতুর্থ; স্কুলঃ ওয়েলকিন ন্যাশনাল স্কুল
শখঃ ছবি আঁকা

(৫)

সবশেষে ছোট্ট সুচিন্তনের কল্পনার ভিনগ্রহী বন্ধু -


আমাদের পৃথিবীকে বোমার আঘাত থেকে বাঁচাতে ভিন গ্রহের এক বন্ধু স্পেসশিপে চড়ে উড়ে আসে। এর নাম চোকোচিন। সে আমাদের বন্ধু কারণ সে পৃথিবীকে রক্ষা করতে পেরেছে।

অঙ্কনশিল্পীর পরিচিতি

সুচিন্তন চক্রবর্তী
বয়সঃ ৬ বছর
শ্রেণীঃ প্রথম; স্কুলঃ ফিউচার ক্যাম্পাস স্কুল
শখঃ ছবি আঁকা আর সিন্থেসাইজার বাজানো

_____

No comments:

Post a Comment