মগজাস্ত্র:: জুলাই ২০১৭


কল্পবিজ্ঞানের মগজাস্ত্র :: কুইজ
অনন্যা দাশ ও সহেলী চট্টোপাধ্যায়

প্রশ্নঃ
স্টারওয়ার্সদা এম্পায়ার স্ট্রাইকস ব্যাক-এ লিউকের ট্রেনার কে ছিল?
আর্থার সি ক্লার্কের বইচাইল্ডহুডস এন্ড’-এ এলিয়েনদের কীরকম দেখতে ছিল?
ফারেনহাইট ৪৫১কার লেখা?
নটিলাসকী?
এইচ জি ওয়েলসের লেখাটাইম মেশিনবইতে ভবিষ্যতের দু’টি প্রজাতির কী নাম ছিল?
২০০১ - এ স্পেস ওডিসিবইতে যে কম্পিউটারটি অনেককে হত্যা করে তার নাম কী ছিল?
অনিলিখার কোন উপন্যাস পৃথিবীর সঙ্গে অ্যাসটরয়েডের ধাক্কার সম্ভাবনা নিয়ে?
৮। প্রোফেসার শঙ্কুর কোন অ্যাডভেঞ্চারে অ্যালকেমির উল্লেখ আছে?
৯। মানুষের অণু/পরমাণু মাছির সঙ্গে মিশে গিয়ে ভয়ানক জীব তৈরি হয়ে যাওয়ার সিনেমা ‘দা ফ্লাই’ কোন সালে বের হয়?
১০। ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ কার লেখা?

উত্তরঃ
ইয়োদা
শয়তান (ডেভিল)-এর মতন
রে ব্র্যাডবেরি
ক্যাপটেন নিমোর সাবমেরিন (টোয়েন্টি থাউস্যান্ড লিগস আন্ডার দা সি)
এলোই আর মোরলক
হ্যাল (HAL)
মাঝে মাত্র ২৪ দিন
প্রোফেসার শঙ্কুর সুবর্ণসুযোগ
১৯৫৮
১০ অ্যাল্ডাস হাক্সলি (১৯৩১-এ লেখা, ১৯৩২-এ প্রকাশিত)
_____

No comments:

Post a Comment