আসলে বেড়াল একটাই
আবু হোসেন
শ্রডিঙ্গারের বিল্লি
জ্যান্ত নাকি অর্ধমরা
স্বাধীন নাকি খাঁচায় ভরা
কোথায় উধাও? লণ্ডন না দিল্লি?
– খবর পেলাম
খোঁজ মিলেছে তার।
– ফিরিয়ে নিতে
কে এসেছেন?
– কে হবে আর,
স্বয়ং শ্রডিঙ্গার।
খাঁচার গায়ের পর্দাটাকে
যেই দোলানো, তাহার ফাঁকে
দেখল কোথায় বিল্লি?
লেজও উধাও
গোঁফও উধাও
নেই তো সাড়া যতই শুধাও
খাঁচায় পড়ে বিল্লিবিহীন খিল্লি।
বলল লোকে, পুকুর চুরি,
কনসপিরেসি, ম্যালিস।
তখন হঠাৎ পেছন থেকে
মিষ্টি গলায় বলল ডেকে –
“ওইটে ছিল আমার বেড়াল।”
কে বলেছে?
আ্যলিস।
--------
আবু হোসেন
শ্রডিঙ্গারের বিল্লি
জ্যান্ত নাকি অর্ধমরা
স্বাধীন নাকি খাঁচায় ভরা
কোথায় উধাও? লণ্ডন না দিল্লি?
– খবর পেলাম
খোঁজ মিলেছে তার।
– ফিরিয়ে নিতে
কে এসেছেন?
– কে হবে আর,
খাঁচার গায়ের পর্দাটাকে
যেই দোলানো, তাহার ফাঁকে
দেখল কোথায় বিল্লি?
গোঁফও উধাও
নেই তো সাড়া যতই শুধাও
খাঁচায় পড়ে বিল্লিবিহীন খিল্লি।
বলল লোকে, পুকুর চুরি,
তখন হঠাৎ পেছন থেকে
মিষ্টি গলায় বলল ডেকে –
“ওইটে ছিল আমার বেড়াল।”
--------
No comments:
Post a Comment