ম্যাজিক পেনসিলঃ ছোটোদের নিজস্ব বিভাগঃ জুলাই ২০২১

ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

এবারের ম্যাজিক পেনসিল বিভাগে লেখা কিংবা আঁকা পাঠিয়েছে সাতজন ছোট্ট বন্ধু। গত সংখ্যার মতো এবারেও ঐশিক অর্থাৎ নিমো পাঠিয়েছে একটি গল্প, সঙ্গে ছবিও এঁকে পাঠিয়েছে সে। নিমোর গল্পটা ইংরিজিতে লেখা, তাই সঙ্গে রয়েছে তার বাংলা অনুবাদ। এছাড়া দারুণ দারুণ সব ছবি এঁকে পাঠিয়েছে আরও ছ'জন ছোট্ট বন্ধু। এসো পর পর দেখে নিই সব।

১ ।। গল্প ও ছবি - ঐশিক (নিমো)

The Tale of Jackie
Oishik (Nemo)
Age – 6; Wisconsin, USA.

One day Gnomes were taking care of plants. Until a gnome’s watering can got lost. His name was Jackie.
He plants carrots so wears a orange shirt. His hat is red with eight teal polka dots. He felt extremely sad. So he took a hot air balloon and flew up to fairyland. He was happy to see all the fairies. Soon he came up to a water fairy. She had a blue wand and gown and ponytail. Her name was Milly.
“Hi! Will you water the plants for me?” asked Jackie.
“Sure! why not!” said Milly.
She controlled a cloud to rain with her wand.
“Thank you!” said Jackie.
After that he returned back to gnomeland.
The end
********

জ্যাকির গপ্পো
ঐশিক (নিমো), বয়স ৬; উইসকনসিন, ইউ এস এ
ভাবানুবাদ: নিমোর মা

একদিন নোমল্যান্ডের সব নোমরা রোজকার মতোই গাছপালার দেখাশোনা করছিল। হঠাৎই একটা নোম দেখল যে তার গাছে জল দেওয়ার ঝারিটা কী করে যেন হারিয়ে গেছে। সেই নোমটার নাম হল গিয়ে জ্যাকি।
জ্যাকি বাগানে গাজর ফলাত আর সেই কমলা গাজরের সঙ্গে রং-এ রং মিলিয়ে জ্যাকি পরত কমলা রং-এরই জামা। তার মাথার টুপিটা ছিল লাল রং-এর আর তাইতে আটখানা নীলচে সবুজ গোল গোল পোলকা ডট আঁকা ছিল।
ঝারিটা হারিয়ে জ্যাকির তো বেজায় মন খারাপ। কী করে উপায় এখন! শেষমেষ একটা গরম বাতাসভরা ইয়াব্বড়ো বেলুনযানে চেপে জ্যাকি পাড়ি দিল ফেয়ারিল্যান্ডের উদ্দেশে।
ফেয়ারিল্যান্ডে পৌঁছে, সব পরিদের দেখা পেয়ে জ্যাকির ভারি আনন্দ হল। ইতিউতি ঘুরতে ঘুরতে জ্যাকির দেখা হল এক ওয়াটার ফেয়ারির সঙ্গে। ওয়াটার ফেয়ারির পরনে নীল গাউন, মাথায় ঝুঁটি বাঁধা, হাতে জাদুর ছড়ি। তার নাম ছিল মিলি।
মিলিকে দেখে জ্যাকি বলল, “ওয়াটার ফেয়ারি, তুমি কি আমার গাছগুলোয় একটু জল দিয়ে দেবে?”
মিলি বললে, “নিশ্চয়ই জ্যাকি! কেন দেব না!
এই বলে তার জাদুছড়ি ঘুরিয়ে একটা মেঘ পাঠিয়ে দিল। মেঘের পেট থেকে বৃষ্টি ঝরবে আর অমনি গাছগুলো জল পাবে।
জ্যাকি একগাল হেসে বলল, “ধন্যবাদ ওয়াটার ফেয়ারি মিলি!
তারপর জ্যাকি ফেয়ারিল্যান্ড থেকে ফিরে এল নিজের বাড়ি নোমল্যান্ডে।
(সমাপ্ত)

।। ২ ।। ছবি ।।
শিল্পী – অরণ্য ঘোষ, বয়স – চার বছর আট মাস, রঘুনাথপুর, পশ্চিমবঙ্গ


।। ৩ ।। ছবি ।।
শিল্পী - তৃষিত রক্ষিত, বয়স – ছয়, ক্লাস – গ্রুপ ২, স্কুল – দ্রি মাস্টার, নেদারল্যান্ডস


।। ৪ ।। দুটি ছবি ।।
শিল্পী – শ্রীজিতা দাস, বয়স – সাত বছর



।। ৫ ।। ছবি ।।
শিল্পী – রাজন্যা ব্যানার্জী, বয়স – দশ বছর, ক্লাস ফাইভ, গসপেল হোম স্কুল


।। ৬ ।। ছবি ।।
শিল্পী - দেবার্ঘ্য রায়, বয়স - দশ বছর


।। ৭ ।। ছবি ।।
শিল্পী - প্রার্থিতা সরকার, ষষ্ঠ শ্রেণি, হোলি অ্যানজেল’স স্কুল, ন্যাশনাল পাড়া, কাটোয়া

--------

No comments:

Post a Comment