ছড়া-কবিতা:: প্রথম ছবি - সুমি চক্রবর্তী


প্রথম ছবি
সুমি চক্রবর্তী
 
ছোট্ট আমি ভরতি হব প্রথম ইস্কুলেতে
এট্টু এট্টু ভয়ও কিন্তু হচ্ছে স্কুলে যেতে।
নতুন জামা জুতো এল, এল রঙিন ব্যাগও
ফর্মটা লিখে হঠাৎ বাপি বলল মাকে,হ্যাঁ গো,
মেয়ের একটা ছবি কোথাও পাচ্ছিনে তো খুঁজে।
চল নিয়ে যাই স্টুডিওতে আয় তো সেজেগুজে
 
স্টুডিও সে কেমন জিনিস নাম শুনিনি মোটে,
দেখি আবার সেইটে কেমন কপালে কী জোটে।
ভাবতে ভাবতে বাপির সাথে যাচ্ছি হেঁটে-ছুটে।
পথে আবার আমার দু’জন বন্ধু গেল জুটে।
ওরাও স্কুলে ভরতি হবে, তুলতে হবে ছবি।
আমি এমন ভাব দেখালাম, যেন জানি সবই।
 
তারাও হয়তো ভয় পেয়েছে, বলছে না তো কিছু
সবার আগে আমি, ওরা আসছে পিছু পিছু।
সবাই ছবি তুলতে রেডি স্কুলের নতুন জামায়।
আমিই জিগেস করি, “কেমন মানিয়েছে রে আমায়?
ওদের আগে সাহস করে যাই স্টুডিওর ঘরে।
বাপি যখন সঙ্গে আছে তখন কে আর ডরে?
 
ছোট্ট ঘরে তিন পেয়ে স্ট্যান্ড কালো কাপড় ঢাকা।
আমার মুখে অনেক আলো সমস্ত ঘর ফাঁকা।
বাপি কোথায় গেল, আমি মারছি উঁকিঝুঁকি,
ক্যামেরাম্যান বলল, “দেখি সামনে তাকাও খুকি
আচমকা বিদ্যুতের ঝলক চমকে দিল আমায়,
আঁতকে উঠে পালাই ছুটে, আর কে আমায় থামায়?
----------
ছবি - দ্বৈতা গোস্বামী

4 comments:

  1. খুব ভালো লাগলো,ছোট্ট বেলার মিষ্টি স্মৃতি !

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে।

      Delete
  2. ধন্যবাদ ম্যাজিক ল্যাম্পের সম্পাদককে।

    ReplyDelete
  3. Khub sundor

    ReplyDelete