বিটকেল বুড়ো
সপ্তর্ষি চ্যাটার্জী
পাটকিলে দাড়িওলা বিটকেলে বুড়ো
ছিটকিনি এঁটে থাকে প’রে ধড়াচুড়ো।
বৃষ্টিতে ভয় তার, ভয় রোদ্দুরে
যায়নি সে পা বাড়িয়ে ঘর থেকে দূরে।
মেশে না সে কারও সাথে বলে না’কো কথা
ভুলেও না কারও সাথে করে সখ্যতা।
না জানি কী আছে তার সিন্দুকে পোরা,
সোনা-দানা, টাকা-কড়ি, নয় হাতি-ঘোড়া!
কৌতূহলের
বশে একদিন ভোরে,
ঘুম
ভেঙে উঠে তার খিড়কির দোরে,
ছিদ্রতে
চোখ রেখে উঁকি মেরে দেখি,
নাচে
বুড়ো তাক-ধিন, ধিন-তাক - এ কী!
ছোটো-বড়ো পুতুল আর দম দেওয়া গাড়ি,
ছড়িয়ে
রয়েছে তার এই গোটা বাড়ি।
টি.ভি’র স্ক্রীনেতে দেখি কার্টুন চলে,
সেই
দেখে বুড়ো মনে মনে কথা বলে।
খিলখিল করে হাসে হাততালি দিয়ে,
গান
গেয়ে দেয় দেখি পুতুলের বিয়ে!
আসলে
সে বুড়ো নয়, ছোট্টটি মনে,
তাই
বুঝি এড়িয়ে সে চলে লোকজনে!
আমিও
এ কথাটি না বলে পাঁচকানে,
চুপি
চুপি তোমাদেরই বলি এইখানে।
----------
ছবিঃ লেখক
সপ্তর্ষি চ্যাটার্জী
পাটকিলে দাড়িওলা বিটকেলে বুড়ো
ছিটকিনি এঁটে থাকে প’রে ধড়াচুড়ো।
বৃষ্টিতে ভয় তার, ভয় রোদ্দুরে
যায়নি সে পা বাড়িয়ে ঘর থেকে দূরে।
মেশে না সে কারও সাথে বলে না’কো কথা
ভুলেও না কারও সাথে করে সখ্যতা।
না জানি কী আছে তার সিন্দুকে পোরা,
টি.ভি’র স্ক্রীনেতে দেখি কার্টুন চলে,
খিলখিল করে হাসে হাততালি দিয়ে,
----------
ছবিঃ লেখক
বাহ, খুব ভালো।
ReplyDelete