ছড়া-কবিতা:: রাতের গল্প - মানসী পাণ্ডা


রাতের গল্প
মানসী পাণ্ডা

রাত নিশুতিএকলা আমিমুচকি হাসে চাঁদ -
সহজ তো নয় এড়িয়ে যাওয়া নিমন্ত্রণের ফাঁদ।
নেহাত আছে পরীক্ষা আর গণিতটা তার বিষয়;
মাথা খুঁড়ে মরছি ঘরে, হলেও বিশ্ব যে লয়।
শূন্য ঘরে, উতল হাওয়ায়, আলো ছায়ার খেলা
বুক দুরুদুর কাটছে কোথায়? যতই করি হেলা।
দুম করে ভাই জানলাটা কোন হঠাৎ হল বন্ধ;
বকের ছানা উঠল কেঁদে, ত্রাহি ত্রাহি কাণ্ড!
এরই মাঝে উঠোন জুড়ে পেতনি সাদা চিৎপাত,
যতই ভাবি নয়কো কিছু, পিসির থানের উৎপাত -
মন মানে না, হাত-পা ছেড়ে জাপটে ধরে ভয়
লেপ কম্বল চাপিয়ে ভাবি, প্রাণটি যদি রয়
কেউ তো আমায় রক্ষা করো, চোখ জুড়ে দাও ঘুম
সেটাও দেখি নিচ্ছে কেড়ে প্যাঁচার হুতুম থুম।
খট খটা খট খড়ম পায়ে ব্রেহ্মদত্তি মশায় -
হাঁটেন বুঝি, পাঁচিল ঘেঁষে, মুণ্ড নেবার আশায়।
চোখটি খুলে, আঁধার চিরে, হাঁক-পাকিয়ে উঠি -
রেলিং জুড়ে বাজনদার কে দাঁড়িয়ে আছে ওটি?
হায় ভগবান, দাদায় আমার, পোলাও কালিয়া খেয়ে
নিচ্ছে মজা, ভয়ের আমার, ড্যাবডেবিয়ে চেয়ে।
----------
ছবি - দ্বৈতা গোস্বামী

No comments:

Post a Comment