ছড়া-কবিতা:: লোভের মাশুল - পারমিতা বন্দ্যোপাধ্যায়


লোভের মাশুল
পারমিতা বন্দ্যোপাধ্যায়

অভিজ্ঞতায় ভরল ঝুলি
বয়স হল মেলা,
তারই থেকে গল্প যে এক
বলে নি এই বেলা।

সন্ধেবেলায় বাড়ির পথে
চলেছিলেম একা,
দুষ্টু সে এক লোকের সাথে
পথের মাঝেই দেখা।

পিছু পিছু আসছিল সে
সুযোগ সন্ধানে,
ভেবেছিল কেড়ে নেবে
মারবে নাকো প্রাণে।

গলায় ছিল সোনার হার
ব্যাগ ও ঘড়ি হাতে,
ভাবল যে চোর পেয়েই যাবে
সব ক’টা একসাথে।

আমায় সে তো ধাক্কা দিয়ে
ফেলল পথের ধারে,
আমিও চেঁচাই পরিত্রাহি
দেখতে না পাই কারে।

হার ছিঁড়ল, ছিঁড়ল ঘড়ি
ব্যাগে দিল টান,
হঠাৎ শুনি গলার আওয়াজ
চমকে পাতি কান।

দেখি হঠাৎ কেউ তো নেই
চোর বাবাজি হাওয়া,
জিনিস তো সব তেমনি আছে
হয়নি চোরের পাওয়া।

ধীরে ধীরে বাড়ি এসে
আরাম করে বসি,
ঘটনাটা ঘটল কী যে
অঙ্ক মনে কষি।

পায়ের ওপর দেখি হঠাৎ
পড়ল কিছু যেন,
এটা এল কোথা থেকে
আমার কাছে কেন?

এবার বুঝি লোভ করে যে
ভরতে চাইল পকেট,
আর কিছু নয়, এ তো তারই
গলার হারের লকেট।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment