সম্পাদকীয়:: জুলাই ২০১৯


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? বর্ষাকালে ঘর থেকে বেরিয়ে যে একটু খেলাধুলো করবে সে উপায় নেই প্যাচপেচে কাদা আর বৃষ্টি, বরং বাড়ির বারান্দায় বা জানালায় বসে গল্পের বই পড়তেই ভালো লাগে আমিও ল্যাম্পের ভেতরে মোমবাতির আলোয় একটা গল্পের বই পড়ছি এখন আমার এখন একটুও সময় থাকে না, জিনিদের অনেক কাজ জানোই তো
তাই আমি বই হাতে পেলেই চটজলদি যে জিনিসটা পড়ে ফেলি সেটা হল কমিকস আমার মতো তোমরাও নিশ্চয়ই তাই করো আগে কমিকস আর দু-একটা ছড়া পড়ে নিয়ে তারপর গল্প, উপন্যাসগুলো তারিয়ে তারিয়ে পড়ো
পড়ার বইয়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে কে কে কমিকস পড়েছ? আমি জানি অনেকেই
এইবার ম্যাজিক ল্যাম্প তোমাদের জন্য এনেছে এক অভিনব উপহার বিশেষ কমিকস সংখ্যা কমিকস আর কার্টুন নিয়ে এসেছেন তোমাদের প্রিয় এই সময়ের সেরা সব শিল্পীরা ছড়া কবিতা তো আছেই, থাকছে দেশ বিদেশের কমিকস নিয়ে নানান প্রবন্ধ। এছাড়া নিয়মিত বিভাগগুলির মধ্যে থাকছে ভ্রমণ এবং ম্যাজিক পেনসিল।
এই সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
আমি জানি তোমরা পড়তে শুরু করে দেবে এখনই
ভালোবাসা নিও সবাই
ইতি,
জিনি
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment