সুস্মিতা কুণ্ডু
কালকে রাতে ঘটল
সে এক
কাণ্ড নয়কো অল্প,
সাহস করে শোনো
যদি
বলব তবে গল্প।
রাতদুপুরে চোখটি বুজে
ঘুমের ঘোরে হেঁটে,
কখন দেখি পৌঁছে
গেছি
কমিকপুরের গেটে।
বাঁটুল সেথায় দারোয়ান
যে
বললে জোরে হেঁকে,
“পাসওয়ার্ড না
জানো যদি
ভাগো এখান থেকে।”
আমিও নাছোড় চেঁচিয়ে
শুধোই,
“ম্যাজিক হচ্ছে
নাকি?”
বাঁটুল অমনি ভেংচি
কাটে,
“অনেক জাদু
বাকি!”
গেট পেরিয়ে ঢুকেই
দেখি
বাজিয়ে ঢোল আর
তাসা,
নন্টে ফন্টে হাঁদা
ভোঁদা
গান ধরেছে খাসা!
কানটা চেপে পাশ
কাটিয়ে
যেই না গেছি
সটকে,
ঠ্যাং বাড়িয়ে মারল
যে ল্যাং
বাহাদুর ব্যাটা ফচকে!
আছাড় খেয়ে তেড়েমেড়ে
বকতে গেলুম যেই,
খাটের তলায় ধপাস
আমি
কোত্থাও কেউ নেই!
_____
ছবিঃ নারায়ণ দেবনাথ
ছবিঃ নারায়ণ দেবনাথ
দারুন ছড়া
ReplyDelete- শুভ্রা ভট্টাচার্য
সুন্দর ছড়া
ReplyDeleteমৃত্যুঞ্জয় হালদার