অর্ঘ্য দে
নন্টে-ফন্টের দোস্তি দারুণ
হয় না দুয়ের ছাড়াছাড়ি
হালটা ওদের করতে করুণ
কেল্টু করে ছলচাতুরি।
বোডিং স্কুলের ছাত্র ওরা
থাকা খাওয়া পড়াশুনা
বোডিং-সুপার ভীষণ কড়া
শাসনে বেতের ঘা পাওনা।
বাঁদরামিতে কেল্টু রাজা
ঘটায় নানান অঘটন।
অকারণে পায় যে সাজা
নন্টে ফন্টে নিরীহ দু’জন।
ইটের বদলা পাটকেল দিতে
নন্টে ফন্টে বুদ্ধি শানায়
কায়দা ক’রে ফাঁদটি পাতে
কেল্টু তখন জব্দ বেজায়।
_____
ছবিঃ নারায়ণ দেবনাথ
ছবিঃ নারায়ণ দেবনাথ
No comments:
Post a Comment