শাম্ব চ্যাটার্জী
॥ ১ ॥
কমিকস ছাড়া শৈশব হয়! দেখেছ কি কেউ?
বয়সখানা উলটো ছোটে, উৎসাহেরই ঢেউ।
রঙিন কিংবা সাদা-কালো,
সব রঙেতেই জমে ভালো...
খোশমেজাজি থাকলে হাতে, না পেলে ভেউ
ভেউ।
॥ ২ ॥
ব্যাগভর্তি কমিকস বাবা দিলেন এনে
হাতে —
সেদিন থেকে ছুটল যে ঘুম, বইমুখো
দিনরাতে।
বাঁটলো দিয়ে হাতেখড়ি,
হাঁদা-ভোঁদায় মজা ভারি...
সমস্যাতে নন্টে-ফন্টে, কেল্টু যে
ফাঁদ পাতে।
॥ ৩ ॥
ডানপিটে ওই ডেনিস এলে, গাবলু সঙ্গী
হয় —
গোল করে যায়, বল পেলে পায়, রোভার্সেরই
রয়।
পান্না কোথায়? হ্যাডক চেঁচায়,
চোরের পানে কুট্টুস ধায়...
দিনের শেষে সব বাজিতে টিনটিনেরই জয়।
॥ ৪ ॥
তুফান-বাঘার সঙ্গে বেতাল দুষ্টু দমন
করে —
গল্প জমে কেলা উইর সোনার বালুচরে।
রিপ কার্বির জমাট প্ল্যানে,
ফ্ল্যাশ গর্ডন আঘাত হানে...
শেষটা জমায় জাদুর খেলায় ম্যানড্রেক
তারপরে।
॥ ৫ ॥
চুল পাকলেও মন পাকে না, একইরকম থাকে —
আসর জমায় ফেলু মিত্তির, ব্যোমকেশকেও
ডাকে।
কর্নেলকে সঙ্গে নিয়ে,
শঙ্কু দিল হাত বাড়িয়ে...
বঙ্কুবাবুর ডাক্তারিতে রাপ্পা
দুর্বিপাকে।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
Thank you Shamba for enabling us to take a whirlwind tour of our childhood. Loved your creation.
ReplyDeleteখুব সুন্দর লিমেরিকগুলো
ReplyDelete- শুভ্রা ভট্টাচার্য
খুব সুন্দর।
ReplyDelete