ছড়া-কবিতা:: ছড়ামিক্স - মধুমিতা ভট্টাচার্য


ছড়ামিক্স
মধুমিতা ভট্টাচার্য

কমিকসে নেশা খুব ছোটো বড়ো সব্বার
কেটে যায় টিভি দেখে সোম থেকে রোব্বার
মন দুখি হলে এর চেয়ে ভাল দাওয়া নেই
কার্টুনে মজে গেলে কোত্থাও যাওয়া নেই

ঘরে বসে দিনভর রিমোটের চাবিতে
খুটখাট ছবি দেখা ছোটোদের দাবিতে
বড়োরাও উঁকি মেরে হাসে জেনো খিকখিক
কমিকসে মজা পায় সকলেই, ঠিকঠিক

এই দেখো বলে দিই কত আছে গল্প
বইভরা ছবি আছে মোটে নয় অল্প
লাল নীল হলুদ আর সবুজ বা কালচে
আলাদিন নিয়ে আসে জাদুকরী গালচে

হাঁদা-ভোঁদা, টিনটিন, হ্যাডক আর ম্যানড্রেক
স্নোই (মানে কুট্টুস) তুফান, ডেভিল, রেক্স
নন্টে ফন্টে, হে - চলমান অশরীরী
কমিকস-এর হিরো মিকি মাউস, টম-জেরি

ফ্ল্যাশ গর্ডন আছে, আছে তো গুরান ভাই
ছোটা ভীম? সেও আছে, লুথারকে সাথে চাই?
বাঁটুলের মার খেলে বেরিয়ে যাবে হে দম
গোয়েন্দা কার্বিও চোর-ডাকাতের যম

প্রফেসর কাথবার্ট সেই যে ক্যালকুলাস
বিজ্ঞানী উঁচুদর, কানে খাটো, বিন্দাস
প্লুটো, গুফি, ড্রুপি আর ডোনাল্ডও কম নয়
রংচঙে ছবি জুড়ে জোরদার মজা হয়

আরও কত আছে সব কমিকস-কার্টুনে
সোজা নয় বলে ফেলা দু’হাতে কর গুনে
'
ম্যাজিক ল্যাম্প'-টা যদি জোটে কারও ভাগ্যে
জিনি এসে বলে দেবে, "হুকুম হো, আজ্ঞে!"
_____
ছবিঃ আন্তর্জাল

2 comments:

  1. দিল খুশ হো গয়া দিদি। দারুন লেখা।
    - শুভ্রা ভট্টাচার্য

    ReplyDelete