ছড়া-কবিতা:: খবর শুনেছ? - কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়


খবর শুনেছ?
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

টিভিতে আজকে খবর শুনেছ? খবর?
ইডেন গার্ডেনে আজব খেলাটা জমে গেছে নাকি জবর!
শুনেই তো আমি ইডেনে গেলাম ছুটে
দেখি কোত্থেকে কাতারে কাতারে লোকজন গেছে জুটে।
দেশি ও বিদেশি দুইটি দলের তরজায়
খেলোয়াড়গুলো যত না লাফায়, দর্শক বেশি গর্জায়।
সারা মাঠ জুড়ে কী সাংঘাতিক টেনশন
ব্যাট হাতে নিয়ে কাঁপিয়ে দিচ্ছে জনসন আর রনসন।
টিনটিন মোটে রান করেছিল কুড়ি,
ম্যানড্রেক আর লোথার জুটিতে করেছেন সেঞ্চুরি।
আর্চি, হেনরি শূন্য রানেই আউট,
ক্যালকুলাসের এল-বি-ডাবলু বেনিফিট অব ডাউট।
এখনও রয়েছে বেতাল, ফ্ল্যাশ ও কার্বি
কেল্টুদা এসে বলে হেসে হেসে, ‘হারবি তোরাই হারবি।
আমাদের আছে বাঁটুল, বগলা, রাপ্পা,
বাহাদুর আর বঙ্কুর রান দেখে হয়ে যাবি খাপ্পা।
নন্টে-ফন্টে, হাঁদা আর ভোঁদা সবাই
আজ ইডেনেই একে একে ধরে তোদের করব জবাই।’
শুনে যেই রেগে বিদেশিরা ওঠে মারতে
ঘুম ভেঙে দেখি শুয়ে আছি আমি ট্রেনের আপার বার্থে।
                     _____
   ছবিঃ আন্তর্জাল

9 comments:

  1. ফাটাফাটি হয়েছে কৃষ্ণেন্দু দা। পুরো ম্যাচ চোখের সামনে ভেসে উঠল।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সপ্তর্ষি ।

      Delete
  2. ফাটাফাটি ছড়া। পরিচিত কমিক্স চরিত্রদের ক্রিকেট ম্যাচ। অভিনব ভাবনা।

    ReplyDelete
  3. দারুন লিখেছ কৃষ্ণেন্দুদা
    -শুভ্রা ভট্টাচার্য

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. অনেক ধন্যবাদ শুভ্রা ।

      Delete