কৃষ্ণেন্দু
বন্দ্যোপাধ্যায়
ইডেন গার্ডেনে আজব খেলাটা জমে
গেছে নাকি জবর!
শুনেই তো আমি ইডেনে গেলাম
ছুটে —
দেখি কোত্থেকে কাতারে কাতারে
লোকজন গেছে জুটে।
দেশি ও বিদেশি দুইটি দলের
তরজায়
খেলোয়াড়গুলো যত না লাফায়,
দর্শক বেশি গর্জায়।
সারা মাঠ জুড়ে কী সাংঘাতিক
টেনশন —
ব্যাট হাতে নিয়ে কাঁপিয়ে
দিচ্ছে জনসন আর রনসন।
টিনটিন মোটে রান করেছিল কুড়ি,
ম্যানড্রেক আর লোথার জুটিতে
করেছেন সেঞ্চুরি।
আর্চি, হেনরি শূন্য রানেই
আউট,
ক্যালকুলাসের এল-বি-ডাবলু
বেনিফিট অব ডাউট।
এখনও রয়েছে বেতাল, ফ্ল্যাশ ও
কার্বি —
কেল্টুদা এসে বলে হেসে হেসে,
‘হারবি তোরাই হারবি।
আমাদের আছে বাঁটুল, বগলা,
রাপ্পা,
বাহাদুর আর বঙ্কুর রান দেখে
হয়ে যাবি খাপ্পা।
নন্টে-ফন্টে, হাঁদা আর ভোঁদা
সবাই
আজ ইডেনেই একে একে ধরে তোদের
করব জবাই।’
শুনে যেই রেগে বিদেশিরা ওঠে
মারতে —
ঘুম ভেঙে দেখি শুয়ে আছি আমি
ট্রেনের আপার বার্থে।
_____
ছবিঃ আন্তর্জাল
ফাটাফাটি হয়েছে কৃষ্ণেন্দু দা। পুরো ম্যাচ চোখের সামনে ভেসে উঠল।
ReplyDeleteধন্যবাদ সপ্তর্ষি ।
Deleteফাটাফাটি ছড়া। পরিচিত কমিক্স চরিত্রদের ক্রিকেট ম্যাচ। অভিনব ভাবনা।
ReplyDeleteধন্যবাদ ।
Deleteদারুন লিখেছ কৃষ্ণেন্দুদা
ReplyDelete-শুভ্রা ভট্টাচার্য
This comment has been removed by the author.
Deleteঅনেক ধন্যবাদ শুভ্রা ।
DeleteKhub sundor
ReplyDeleteDarun!
ReplyDelete