ছড়া-কবিতা:: কমিকসরা থাক চিরকাল - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


কমিকসরা থাক চিরকাল
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

আমাদের ছোটোবেলা নেই টিভি, ফোন,
সবুজ খেলার মাঠ টেনে রাখে মন৷
সন্ধের পড়া শেষ, কাঠফাটা বেলা,
মা’র মানা, “চলবে না এখন আর খেলা।”
ক্ষতি নেই তাতে কোনও, হাতে আছে বই,
হাঁদা, ভোঁদা, বাঁটুলদা নয় এরা সই?
কেল্টোর বজ্জাতি, নন্টের বদলায়
জমে যেত আসরটা, ছবি কি বদলায়?
আরও ছিল বেড়ালটা, নাম বাহাদুর,
আজব কাণ্ডে তার মন ভরপুর৷
বিলিটার বুট ছিল কী যে জাদুমাখা!
গল্পের রসে মজা ছবিগুলো আঁকা৷
কী ভীষণ টেনশন, মাঝ মাঠে রয়,
রোভার্সে ফুটবল এখনও কি হয়?
ঢাকে ঢাকে অরণ্য-প্রবাদ ছড়ায়,
টিনটিন আজও যেন মনটা ভরায়৷
শৈশব কৈশোর করে ছিল বুঁদ;
আসলের থেকে বেশি লাগে ভালো সুদ,
যখন দেখতে পাই আজও পাতা খুলে
একা খায় গড়াগড়ি ছেলে সব ভুলে৷
শিশুতোষ কমিকসরা থাক চিরকাল,
অনাবিল আনন্দে মেলে মন-পাল৷
_____
ছবিঃ নারায়ণ দেবনাথ

1 comment:

  1. ছোটবেলাটা সত্যিই খুব মনে পড়ে। খুব সুন্দর ছড়া।
    - শুভ্রা ভট্টাচার্য

    ReplyDelete