মৌসুমী চট্টোপাধ্যায় দাস
আমাদের ছোটোবেলা — নেই টিভি,
ফোন,
সবুজ খেলার মাঠ টেনে রাখে মন৷
সন্ধের পড়া শেষ, কাঠফাটা বেলা,
মা’র মানা, “চলবে না এখন আর খেলা।”
ক্ষতি নেই তাতে কোনও, হাতে আছে বই,
হাঁদা, ভোঁদা, বাঁটুলদা — নয় এরা সই?
কেল্টোর বজ্জাতি, নন্টের বদলায়
জমে যেত আসরটা, এ ছবি কি বদলায়?
আরও ছিল বেড়ালটা, নাম বাহাদুর,
আজব কাণ্ডে তার মন ভরপুর৷
বিলিটার বুট ছিল কী যে জাদুমাখা!
গল্পের রসে মজা ছবিগুলো আঁকা৷
কী ভীষণ টেনশন, মাঝ মাঠে রয়,
রোভার্সে ফুটবল এখনও কি হয়?
ঢাকে ঢাকে অরণ্য-প্রবাদ ছড়ায়,
টিনটিন আজও যেন মনটা ভরায়৷
শৈশব কৈশোর করে ছিল বুঁদ;
আসলের থেকে বেশি লাগে ভালো সুদ,
যখন দেখতে পাই আজও পাতা খুলে
একা খায় গড়াগড়ি ছেলে সব ভুলে৷
শিশুতোষ কমিকসরা থাক চিরকাল,
অনাবিল আনন্দে মেলে মন-পাল৷
সবুজ খেলার মাঠ টেনে রাখে মন৷
সন্ধের পড়া শেষ, কাঠফাটা বেলা,
মা’র মানা, “চলবে না এখন আর খেলা।”
ক্ষতি নেই তাতে কোনও, হাতে আছে বই,
হাঁদা, ভোঁদা, বাঁটুলদা — নয় এরা সই?
কেল্টোর বজ্জাতি, নন্টের বদলায়
জমে যেত আসরটা, এ ছবি কি বদলায়?
আরও ছিল বেড়ালটা, নাম বাহাদুর,
আজব কাণ্ডে তার মন ভরপুর৷
বিলিটার বুট ছিল কী যে জাদুমাখা!
গল্পের রসে মজা ছবিগুলো আঁকা৷
কী ভীষণ টেনশন, মাঝ মাঠে রয়,
রোভার্সে ফুটবল এখনও কি হয়?
ঢাকে ঢাকে অরণ্য-প্রবাদ ছড়ায়,
টিনটিন আজও যেন মনটা ভরায়৷
শৈশব কৈশোর করে ছিল বুঁদ;
আসলের থেকে বেশি লাগে ভালো সুদ,
যখন দেখতে পাই আজও পাতা খুলে
একা খায় গড়াগড়ি ছেলে সব ভুলে৷
শিশুতোষ কমিকসরা থাক চিরকাল,
অনাবিল আনন্দে মেলে মন-পাল৷
_____
ছবিঃ নারায়ণ দেবনাথ
ছবিঃ নারায়ণ দেবনাথ
ছোটবেলাটা সত্যিই খুব মনে পড়ে। খুব সুন্দর ছড়া।
ReplyDelete- শুভ্রা ভট্টাচার্য