ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
ভালো আছ তো সবাই? বেজায় গরম পড়েছে তাই না? আমি কিন্তু বৃষ্টি আনার মন্ত্র জানি। কী বিশ্বাস হচ্ছে না তো? আরে ম্যাজিক ল্যাম্পের জিনি তো সবই পারে।
তোমরা কী জানো, আমাদের প্রাচীন বৃষ্টির দেবতার নাম কী? যার কাছে অনেক যুগ আগে মানুষ বৃষ্টি চাইত? তিনি হলেন পর্জন্য। কী জানতে না তো?
এরকম অনেক অজানা কথা তোমরা জানতে পারবে এবারের ম্যাজিক ল্যাম্পে। কারণ, এই সংখ্যাটা হচ্ছে বিশেষ প্রবন্ধ সংখ্যা। কী ভাবছ? প্রবন্ধ মানেই একগাদা সিরিয়াস সিরিয়াস লেখা, গম্ভীর মুখ করে পড়তে হয়। আরে না না, ম্যাজিক ল্যাম্পের এই সংখ্যার প্রবন্ধগুলো এক্কেবারে আলাদা। এখানে যেমন বিজ্ঞানের অদ্ভুত সব জিনিসের কথা আছে, সেরকম ভূতেদের নানা সত্যিকারের ঘটনা আছে। বিশ্বাস করা না করা তোমার ওপর। আবার অনেকে নিজেদের প্রিয় সুপার হিরো চরিত্রের খুঁটিনাটি নিয়ে লিখেছে।
ছোটোদের ভালো ভালো সিনেমা নিয়েও রয়েছে আলোচনা। আছে পুরোনো কলকাতার গল্প চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কলমে, প্রাচীন কালের ব্যাবসা বাণিজ্যের কথা। রবীন্দ্রনাথ হালদারের কলমে হিমালয় অভিযানের কথা, ছোটোবেলার মজার মজার সব গল্প। বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান সাহিত্যিক শ্রী চিত্ত ঘোষাল লিখেছেন নাক নিয়ে বড়ো মজার একটি লেখা।
তাহলে দেরি না করে পড়তে শুরু করে দাও আর আমাদের জানাও কেমন লাগল এবারের এই অন্যরকম সংখ্যাটা।
ভালো থেকো। ভালোবাসা নিও।
ইতি,
জিনি
_____
No comments:
Post a Comment