সম্পাদকীয়:: মে ২০২৩


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? এবারে গরমের ছুটিতে কোথায় কোথায় ঘুরতে গেলে?
গরমের ছুটিতে সবাই ঘুরতে যায় ঠান্ডা ঠান্ডা পাহাড়ে তোমরাও কি পাহাড় ঘুরে এলে? আমাদের ছবি আর ভ্রমণকাহিনি পাঠিও কিন্তু
আমি ছোটোবেলায় কোথাও ঘুরতে যাইনি জানতাম না ঘোরার কত মজা, শুধু তাই নয়, বাড়ির বাইরে গেলে কত কী জানা যায়, চেনা যায়, শুধু বই পড়ে তা হয় না তাছাড়া সারা জীবনের সঞ্চয় অভিজ্ঞতাগুলোই

কিশোর সাহিত্যে ভ্রমণ বললে আমার ফেলুদার কথা মনে পড়ে, এমনকি কাকাবাবুর কথা নতুন অনেক গোয়েন্দা আছেন যাঁরা অদ্ভুত সব জায়গায় গিয়ে নানা রহস্য সমাধান করেন তবে সত্যি বলছি একেনবাবুর মতো গোয়েন্দা আমি খুব কমই দেখেছি আমাদের প্রিয় সাহিত্যিক, আমাদের ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন শ্রদ্ধেয় সদস্য অগ্রজ সুজন দাশগুপ্ত এই অনন্যসাধারণ চরিত্রের স্রষ্টা
সুজন দাশগুপ্ত এই বছরেই হঠাৎ চলে যাবেন তা আমরা কেউই ভাবতে পারিনি ম্যাজিক ল্যাম্পেই তোমরা তাঁর লেখা অনেক গল্প পড়েছ তাঁকে শ্রদ্ধা জানিয়েই এবার আমাদের মজার গোয়েন্দা সংখ্যা
গোয়েন্দা গল্প এমনিতেই কঠিন, তা আবার হতে হবে মজার কিন্তু কঠিন পরীক্ষায় থমকে না গিয়ে কলম ধরেছেন এই সময়ের বিশিষ্ট নবীন প্রবীণ লেখক কবিরা
আশা করি সংখ্যাটি তোমাদের ভালো লাগবে

এই সংখ্যাটিকে সাজিয়েগুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক অসাধারণ প্রচ্ছদটি শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডলের আঁকা
ভালো থেকো সবাই আর আমাদের জানিও কেমন লাগছে ম্যাজিক ল্যাম্প
ইতি,
জিনি
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment