ছড়া-কবিতা:: আমচোর ও প্রদোষ বক্সী - অর্ণব ভট্টাচার্য


আমচোর প্রদোষ বক্সী
অর্ণব ভট্টাচার্য

প্রদোষ বক্সী নাম ছিল তার, বাস ছিল মধুগ্রামে,
কিনেছিল এক ক্যাপ-বন্দুক মেলা থেকে কম দামে
ছিল সে শখের সত্যান্বেষী, খ্যাতি ছিল দেশজোড়া,
আজ খুঁজে দিত হেলিকপ্টার, পরদিনই শিলনোড়া
সহকারী তার খুবই চৌকস - অজিতেশ গাঙ্গুলী,
কোন অপরাধী কিসে যায় ধরা - বানাত সে প্ল্যানগুলি
শনিবারে তারা শুনল হঠাৎ, দুর্গাপুরের কাছে
রাতারাতি কারা করে গেছে সাফ, যত আম ছিল গাছে
অমনি দুজনে ছুটে চলে যায়, বলে যায়, চোখ বুজে -
একটি দিনের ভিতরে আমরা, আমচোর দেব খুঁজে
কথাতেই আছে অপরাধী আসে অপরাধস্থলে ফিরে
তা সে মরুভূমি হোক, কিংবা পাহাড়, অথবা সাগরতীরে
তাই তারা গিয়ে লুকিয়ে রইল সেই গাছটার পাশে,
হাপিস করতে ফেলে যাওয়া ক্লু, ফের যদি চোর আসে
তখন রাত্রি তিনটে হয়েছে প্রদোষের চোখে পড়ে,
হাওয়া নেই তবু গাছটা হঠাৎ কেঁপে যায় যেন ঝড়ে
হায় রে হায় রে! গেছি রে, গেছি রে! এটা কী দেখছি চোখে!
ষোলো ফুট উঁচু, হাতে ধরে মাথা, হো হো করে হাসে কে?
আম তবে চুরি করেছিল ভূতে, তেনারাও খায় আম –
গোয়েন্দাকেও খেয়ে নেয় যদি? পালা ওরে, রাম, রাম!
তাড়াতাড়ি তারা চম্পট দিল, করল না মোটে দেরি,
খবর পেয়েছি এখন দুজনে চানাচুর করে ফেরি।
----------
ছবি - দেবজ্যোতি দাস (আন্তর্জাল)

No comments:

Post a Comment