ছড়া-কবিতা:: করিতকর্মা - সুমি চক্রবর্তী


করিতকর্মা
সুমি চক্রবর্তী

এই এক জ্বালাতন রোজ রোজ কত সই?
কখনও বা জামা জুতো কখনও বা খাতা-বই,
যখনই গুছিয়ে সব রাখি আলমারিতে,
কে যে রোজ চুপিসারে ঘেঁটে যায় বাড়িতে?
কিছুতেই মিলছে না গোপন সে শয়তান,
ধরতে পারলে তাকে ঠিক মুলে দেব কান।

চুপি চুপি সন্ধান করি মাথা ঘামিয়ে,
কাগজ কে কুচি করে তাক থেকে নামিয়ে?
ছেঁড়া রুটি বিস্কুটে জ্যাম জেলি মাখানো,
মাখা আটা গোল করে মেঝেময় ছড়ানো।
মোজাগুলো জুতো থেকে কখন যে বেরিয়ে
কাঁচি দিয়ে কুটিকুটি সব চোখ এড়িয়ে।
জুতোর বাক্সগুলো ছাদ থেকে নামানো
পাতা মাটি ঘাস ভরে ঘর বাড়ি বানানো।

সব কাজ ফেলে শুধু এই কাজে মন দিই,
অবশেষে ধরে ফেলি এটি কার ফন্দি।
ইঁদুর সে ভালোবাসে গণেশের ভক্ত,
আমারই দস্যি ছেলে পণ তার শক্ত;
“পুঁচকে ইঁদুরছানা একা কত লড়বে?
ওই ছোটো ছোটো দাঁতে কতটুকু গড়বে?
তাই আমি নিজে হাতে এটা ওটা কুচিয়ে
মূষিকের প্রাসাদটা গড়ে দেব গুছিয়ে
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment