ছড়া-কবিতা:: মনকেমন - সপ্তর্ষি চ্যাটার্জি


মনকেমন
সপ্তর্ষি চ্যাটার্জি

সেই ছেলেটার মন ভালো নেই,
সেই মেয়েটার মন ভালো নেই -
পড়তে বসে হাজার কথায়
মাথার ভিতর পাখ-পাখালি
উড়ছে আখর বইয়ের পাতায়
আবোলতাবোল নাচছে খালি।
বিকেলবেলায় মাঠ খোলা নেই
সবুজ ঘাসে, আকাশ নীলে,
তাই তো ওদের মন ভালো নেই,
উধাও কোনো রোদ মিছিলে -
উদাস হাওয়ায় তেপান্তরে
রূপকথাদের বন্ধ কপাট,
হায় রে সে কোন ছু-মন্তরে
আজ দেখি সেই সকল লোপাট!
কিংবা কোনো নদীর ধারে,
সেই যেখানে বৃষ্টি পড়ে
সকাল থেকে অঝোরধারে,
কিন্তু ওরা বন্দি ঘরে,
চার দেয়ালের গণ্ডি টানা
হাতের মুঠোয় যন্ত্র নিয়ে
নিত্যনতুন টালবাহানায়
নিজের জগৎ নেয় বানিয়ে,
মন খারাপেও হাসতে শেখে
নকল রঙে, নকল খেলায়,
ঝঞ্ঝাবিহীন কালবোশেখে
কল্পনাদের মেঘের ভেলায় -
তাও কি ওদের জগৎজোড়া
বৃষ্টি বাদল রোদের অভাব?
শিশিরভেজা ফুলের তোড়া?
প্রশ্ন অনেক, নেইকো জবাব!


----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment