ছড়া-কবিতা:: শরৎ - জয়ন্ত মুখোপাধ্যায়


শরৎ
জয়ন্ত মুখোপাধ্যায়

এমন দিনেই দূর আকাশে
দৃষ্টি ছোটে অমোঘ টানে
নীল-সাদার ঐ প্রেক্ষাপটে
নতুন ছবির খুঁজতে মানে।

এমন দিনেই দামাল ছেলে
খেই হারিয়ে স্কুলের পাঠে
নিছক রোদে ভরদুপুরে
সঙ্গী খোঁজে কাশের মাঠে।

এমন দিনেই স্বপ্ন বোনা
খামখেয়ালি মনের মাঝে
শিউলি, শালুক হাতছানি দেয়
আনমনা এই সকাল সাঁঝে।

এমন দিনেই আগমনী
শুনতে যে চায় আকুল হৃদয়
ঢাকের ধ্বনি ঐ বলে যায়
দুর্গাপুজোর আসছে সময়।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment