ছড়া-কবিতা:: রাজার মেজাজ - অমিত চট্টোপাধ্যায়


রাজার মেজাজ
অমিত চট্টোপাধ্যায়
 
এক ছিল রাজা তার নেই জ্ঞানগম্মি
আছে শুধু হাঁকডাক, হম্বি-তম্বি
রাজকোষ ফাঁকা প্রায়, আমদানি অল্প
সম্বল গালভরা খানদানি গল্প
হাতিশালে হাতি নেই, ঘোড়াশাল ফাঁকা তার
কামান গিয়েছে চুরি তরোয়ালে নেই ধার
সেনাদল ঠেকে এসে গুটিকয় চাকরে
তারা রোজ বাছে চাল, থলে ভরা কাঁকরে
রাজবাড়ি পোড়ো আজ গৌরব খুইয়ে
বর্ষায় জল পড়ে ছাদ থেকে চুঁইয়ে
কালিয়া পোলাও খাওয়া সেই কোন কালেতে
ঝোল ভাতই রাঁধা রোজ রাজ-পাকশালেতে
নিয়ে যাও এইসব, অখাদ্য খায় কে?
মন্ডা মিঠাই লাও,” বলে রাজা, লায় কে?
মন্ত্রী বলেন, “রাজা চেঁচামেচি থামিয়ে
থাকুন না চুপ করে মেজাজটা নামিয়ে।”
রাজা বলে, “চোপ রাও পুরে দেব ফাটকে
দেখনি কি রাজা-গজা যাত্রা বা নাটকে?
হাঁক ডাক বাদ দিয়ে থাকি যদি শান্ত
আমাকে কি কেউ তবে রাজা বলে মানত!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment