ম্যাজিক পেনসিল: মেঘের নেশা - কৌশানি দেব

ম্যাজিক পেনসিল
মেঘের নেশা
কৌশানি দেব
বজবজ, ম্যানুয়েল গার্লস হাইস্কুল, অষ্টম শ্রেণি, বয়স ১৩

একেক জনের একেক রকম নেশা। কারোর বই পড়ার, কারোর গেম খেলার, কারোর আবার বেড়াতে যাওয়ার। তেমনি আমারও একটা নেশা আছে। মেঘ দেখার নেশালকডাউনে সেটা যেন আরও পেয়ে বসেছে
এই মেঘ দেখার নেশাটা আমার হয়েছে হাইস্কুলে ভরতি হওয়ার পর। মনে আছে, তখন আমি ক্লাস ফাইভে পড়ি। একদিন ক্লাসে এলেন লতিকা ম্যামউনি আমাদের ভূগোল পড়ান। সেদিন পড়াতে গিয়ে উনি নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কথা বলছিলেন একেক জায়গার জলবায়ু, সংস্কৃতি, মানুষের জীবনযাপন নিয়ে। এইসব বলতে বলতে হঠা করে ম্যাম বলে উঠলেন, “তোমরা সবাই প্রতিদিন অল্পক্ষণের জন্য হলেও আকাশ দেখবে। যেমন মন ভালো হয়ে যাবে তেমনি জানার আগ্রহটাও বাড়বে।”
সেদিন ম্যামের কথার সেরকম গুরুত্ব দিইনি। বরং মনে মনে বেশ হেসেইছিলাম। কিন্তু আকাশ-মেঘ যে কী সেটা প্রথম অনুভব করলাম লকডাউনের সময়। করোনার ভয়ে তো ঘরবন্দি। বেরোনোর অবকাশটুকুও নেই। তাই একটু অক্সিজেন পেতে প্রতিদিন বিকেল করে হাতে একটা গল্পের বই নিয়ে ছাদে হাঁটতে যেতাম। যখন দেখতাম আলো কমে আসছে তখন আবার নিচে নেমে আসতাম
এরকমই একদিন হাঁটছি, হঠা করে কী মনে করে একবার বইটা থেকে চোখ তুলে তাকালাম আকাশের দিকে। কালবোশেখির ঝড় আসবে আসবে করছে। কালো মেঘগুলো অদ্ভুভাবে ধেয়ে আসছে। আমি শুধু একদৃষ্টিতে চেয়ে আছি আকাশের দিকে মুখ করে। ঠিক তখনই মাথার মধ্যে প্রশ্নটা খেলে গেল। কালবোশেখির আগে মেঘের রং এরকম কালো হয় কেন? কই অন্য সময় তো হয় না। ব্যাপারটা কী? একটা বই থেকে পরে জানলাম যে মেঘের মধ্যে যে জলকণাগুলো থাকে সেগুলো সূর্যের মধ্যে থাকা আলোক রশ্মির যদি সাতটা রংকেই বিক্ষিপ্ত করে তখন ঐ মেঘের রং হয় সাদা এই মেঘ খুব হালকা যদি কোনো মেঘের মধ্যে জলকণাগুলো খুব ঘনভাবে অবস্থান করে তাহলে ওপরের দিক থেকে কিছু আলোকরশ্মি বিক্ষিপ্ত হলেও নিচের দিকে আলোর কোনো বিক্ষেপ ঘটে না বরং মেঘ সব আলো শোষণ করে নেয় ফলে ওর রং কালো দেখায় কালবৈশাখীর মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটে
এরপর মেঘ সম্বন্ধে জানার আগ্রহটা যেন আরও বেড়ে গেল। প্রতিদিন বিকেলে হাঁ করে আকাশের দিকে চেয়ে থাকি। বিশেষত গোধূলির সময় আকাশের রূপই পালটে যায়। আর মেঘগুলো যেন হয়ে যায় আকাশের অলংকার। ওই সময়টা যেমন আকাশের রঙের পরিবর্তন হয়, তেমনই মেঘগুলোরও কিছু কিছু জায়গা কখন বেগুনি, কখনও কমলা কিংবা হালকা হলুদ হয়ে পড়ে। মেঘের কোথায় কতটা আলো কীভাবে প্রতিফলিত হচ্ছে এগুলো দেখতে দেখতে আমার শেডিং সম্বন্ধে একটা ধারণা জন্মেছে যা আঁকাআঁকি করার সময় খুব কাজে দেয়।
অনলাইন ক্লাস করতে করতে আমিও নতুন ক্লাসে উঠে গেলাম। এরপর স্কুলের নতুন ভূগোল বইটা থেকে মেঘের শ্রেণিবিভাগ নিয়ে জানতে পারলাম। সিরাস, অল্টোস্ট্রেটাস, স্ট্র্যাটোকিউমুলাস - আরও কত কী! এরপর মাথার ভূতটা আরও চেপে বসল। সকাল, বিকেল, দুপুর সবসময়ই ছাদে গিয়ে মেঘ দেখি। আর সেগুলোর নামসহ বৈশিষ্ট্য নিজের মনেই বলতে থাকি। এই তো ক’দিন আগেই দুপুরবেলায় পুরো আকাশটা স্তরে স্তরে বাম্পারের মতো মেঘে ঢাকা ছিল। ওই মেঘকে বলে স্ট্র্যাটোকিউমুলাস। অনেকে আবার Bumpy Cloud-ও বলে আমার সবথেকে ভালো লাগে আকাশটা যখন সিরোকিউমুলাস মেঘে ঢাকা থাকে এই মেঘ পেঁজা তুলোর মতো ম্যাকারেল মাছের পিঠের মতো বললে বুঝতে বোধহয় সব থেকে সুবিধে হবে
সেদিনই বাবা ছাদে টিনের শেড দেওয়ার কথা বলছিল তা শুনে আমার তো দারুণ আপত্তি জুড়ে দিলাম কান্নাকাটি কিছুতেই শেড দেওয়া যাবে না শেড দিলে তো আমি আর মেঘ দেখতে পারব না আমার এত আপত্তির পর বাবা কী আর শেড দিতে পারে?
আমাকে এক বন্ধু বলেছিল, “এই তুই এভাবে আকাশের মেঘ দেখে সময় নষ্ট করিস কেন?” আমি তাকে হেসে জবাব দিয়েছিলাম, “এইটার উত্তর পেতে হলে তোকেও আকাশের দিকে মেঘের দিকে তাকিয়ে থাকতে হবে মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হয় আমিও ওদের সঙ্গে ভাসছি অদ্ভুত সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় মেঘগুলো অনেক সময় এমন আকার ধারণ করে যে তা দেখে মনে পড়ে যায় হাতি, বিড়াল, হাঁস ইত্যাদি নানা পশু-পাখির কথা কিছু কিছু মেঘ আবার এমনভাবে ছেয়ে থাকে, তাদের দেখেই চোখের সামনে ভেসে ওঠে গোয়ার সমুদ্র বা সিমলার পাহাড়ের কথা আবার কখনও এমন এমন জিনিসও কল্পনা করতে থাকি যার বাস্তব বলে কিছু নেই ওরা সবাই আমার কল্পনার জগতের বন্ধু আর ওদের দিকে চেয়েই আমি বুনে ফেলতে পারি একেকটা গল্প ঝড়বৃষ্টির ঠিক আগের আর পরের আকাশটা লক্ষ করবি একটু হলেও তফাত চোখে পড়বেই
তারপর দিন থেকে আমি ঐ বন্ধুকে প্রতিদিনই বিকেলবেলায় আকাশের দিকে চেয়ে থাকতে দেখেছি ওরও আমার মতো মেঘ দেখার নেশা ধরে গেছে লতিকা ম্যাম আমাকে একবার বলেছিলেন, এসব দৃশ্য উপভোগ করার জন্য শুধু দরকার পড়ে ভালো পর্যবেক্ষণ শক্তির উনি আরও বলেছিলেন, পর্যবেক্ষণের সঙ্গে সবকিছুর কারণ খোঁজার চেষ্টা করবে। যত প্রশ্ন করবে তত জানতে পারবে।
আমি লতিকা ম্যামের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমার মধ্যে এমন সুন্দর একটা নেশা ধরিয়ে দেওয়ার জন্য।
----------
ছবি - আন্তর্জাল

1 comment:

  1. মেঘ দেখার সুন্দর অনুভূতি ফুটে উঠেছে

    ReplyDelete